আঁচড়ও লাগল না জগন্নাথের গায়ে, ফণীর তাণ্ডবের পরেও অক্ষত পুরীর মন্দির

Last Updated:
1/6
• ১৭৫-২০০ কিমি বেগে বয়ে গিয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ফণী ৷ লন্ডভন্ড হয়ে গিয়েছে ওড়িশা ৷ বিশেষ করে তছনছ হয়েছে পুরী ৷
• ১৭৫-২০০ কিমি বেগে বয়ে গিয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ফণী ৷ লন্ডভন্ড হয়ে গিয়েছে ওড়িশা ৷ বিশেষ করে তছনছ হয়েছে পুরী ৷
advertisement
2/6
• কিন্তু একটুও আঁচড় লাগেনি পুরীর জগন্নাথ মন্দিরের গায়ে ৷ এমনটাই নিশ্চিত করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (ভুবনেশ্বর সার্কেল) ৷
• কিন্তু একটুও আঁচড় লাগেনি পুরীর জগন্নাথ মন্দিরের গায়ে ৷ এমনটাই নিশ্চিত করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (ভুবনেশ্বর সার্কেল) ৷
advertisement
3/6
• আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সুপারিন্টেডিং আর্কিওলজিস্ট অরুণ মালিক জানিয়েছেন, ‘‘ফণীর সময় জগন্নাথ মন্দিরের ভিতরেই ক্যাম্প তৈরি করে কয়েকজন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন ঘটনাস্থলে ৷ তবে শতাব্দী প্রাচীন এই মন্দিরের কোনও ক্ষতি হয়নি ৷’’
• আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সুপারিন্টেডিং আর্কিওলজিস্ট অরুণ মালিক জানিয়েছেন, ‘‘ফণীর সময় জগন্নাথ মন্দিরের ভিতরেই ক্যাম্প তৈরি করে কয়েকজন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন ঘটনাস্থলে ৷ তবে শতাব্দী প্রাচীন এই মন্দিরের কোনও ক্ষতি হয়নি ৷’’
advertisement
4/6
• শুক্রবার সকাল থেকেই মন্দিরের মধ্যে ছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার বিশেষজ্ঞদল ৷ যাতে প্রয়োজন হলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায় ৷
• শুক্রবার সকাল থেকেই মন্দিরের মধ্যে ছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার বিশেষজ্ঞদল ৷ যাতে প্রয়োজন হলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায় ৷
advertisement
5/6
• ১,১৩৫-১,১৫০ সালে এই মন্দির বানানো হয়েছিল রাজা চন্দগঙ্গার আমলে ৷ শেষ হয়েছিল অনঙ্গভীমার আমলে ৷ সেই থেকে আজ পর্যন্ত কোনও প্রাকৃতিক বিপর্যয় ক্ষতি করতে পারেনি এই মন্দিরের ৷
• ১,১৩৫-১,১৫০ সালে এই মন্দির বানানো হয়েছিল রাজা চন্দগঙ্গার আমলে ৷ শেষ হয়েছিল অনঙ্গভীমার আমলে ৷ সেই থেকে আজ পর্যন্ত কোনও প্রাকৃতিক বিপর্যয় ক্ষতি করতে পারেনি এই মন্দিরের ৷
advertisement
6/6
• কনারকের সূর্য মন্দিরও সম্পূর্ণ অক্ষত আছে বলেই জানানো হয়েছে ৷
• কনারকের সূর্য মন্দিরও সম্পূর্ণ অক্ষত আছে বলেই জানানো হয়েছে ৷
advertisement
advertisement
advertisement