মন্ত্রী হতে পারেন অমিত শাহ ৷ শাহকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট গুজরাত বিজেপি সভাপতি জিতু ভাগানির ৷অমিত শাহ৷-ফাইল চিত্র ৷ এতেই সিলমোহর পড়ে অমিত শাহর মন্ত্রী হওয়ার খবরে ৷ (Image: AP) মন্ত্রিসভায় সামিল হওয়ায় বিজেপি সভাপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন অমিত শাহ ৷ পরবর্তী বিজেপি সভাপতি হচ্ছেন জেপি নাড্ডা ৷ ফুল দিয়ে শাহের বাড়ি সাজানো হয়েছে ৷ দুপুরেই মোদির বাড়িতে যান অমিত শাহ ৷ মোদি-শাহের মধ্যে কিছুক্ষণ কথা হয় ৷ সম্ভবত অর্থমন্ত্রক বা স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ ৷