‘জন্মদিন এলেই আসত আমার প্রিয় চকোলেট কেক’, সুষমার প্রয়াণের পর স্মৃতিচারণে শোকার্ত আদবানি
Last Updated:
অনুজ সুষমা স্বরাজের প্রয়াণে শোকার্ত বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানি ৷ বলেন, ‘ সুষমা অনুপস্থিতি আমার পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন ৷’
advertisement
মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াণ ভারতীয় রাজনীতির অন্যতম নক্ষত্রের ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর ৷ অনুজ সুষমা স্বরাজের প্রয়াণে শোকার্ত বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানি ৷ বলেন, ‘রাষ্ট্র এক ‘রিমার্কেবল’ নেতাকে হারাল ৷ আমার জন্য এ এক অপূরণীয় ক্ষতি ৷ সুষমা অনুপস্থিতি আমার পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন ৷’
advertisement
বাজপেয়ীর জমানার অন্যতম গুরুত্বপূর্ণ সৈনিক ছিলেন সুষমা ৷ আদবানির স্নেহধন্যা এই নেত্রীর মৃত্যুর খবর আসতেই আজ ভেসে উঠছে পুরনো অনেক স্মৃতি ৷ সুষমার শোকবার্তায় বিজেপি লৌহপুরুষ বলেন, ‘উনি আমাদের পার্টির সবচেয়ে লোকপ্রিয় নেত্রী ও প্রথমসারির নেতাদের মধ্যে অন্যতম ছিলেন ৷ বাস্তবে ভবিষ্যতের নেত্রীদের জন্য সুষমা স্বরাজ এক আদর্শ ৷’
advertisement
advertisement