Weather Alert: বঙ্গোপসাগরের খাঁড়িতে কি হবে উথাল-পাথাল, আবার প্রবল বৃষ্টির আশঙ্কা রাজ্যে-রাজ্যে, বাণভাসি বাংলা কি আবার ভাসবে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Low Pressure Alert: সোমবারের আইএমডি-র ওয়েদার অ্যালার্টে, বঙ্গোপসাগর এবং আরব সাগরের বেশ কিছু জায়গায় সামুদ্রিক পরিস্থিতি সাধারণ থাকবে না৷ অ্যাকটিভ ওয়েদার চ্যানেলের জন্য উত্তাল হবে সমুদ্র৷ হচ্ছে না। ফলে কেরলের দক্ষিণ উপকূলের কাছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরের কাছাকাছি অর্থাৎ মালাবার উপকূল এবং করমন্ডল উপকূলের কিছু অংশে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷
: ক্যালেন্ডার অনুসারে এখন দেশে মৌসুমী বায়ুর ফিরে যাওয়ার সময়, সারাদেশের মানুষ এখন অপেক্ষায় আছে বৃষ্টি চলে যাওয়ার। কিন্তু সরকারিভাবে শরৎকালে দেশের বিভিন্ন প্রান্ত বৃষ্টিতে ভেসে চলেছে৷ ভারতের মৌসম বিভাগ নিজেদের লেটেস্ট ওয়েদার আপডেটে জানিয়েছে সোমবার ২৩ সেপ্টেম্বর থেকে মৌসুমী বায়ু প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে। Photo- Representative
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
IMD কোঙ্কন উপকূল, কেরল, কর্ণাটকের অভ্যন্তরভাগ, মহারাষ্ট্র, দক্ষিণ গুজরাত, বিদর্ভ, তেলেঙ্গানা, উত্তর তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। উত্তর-পূর্ব রাজ্যে বৃষ্টির জন্য ইয়েলো অ্যালার্ট বা হলুদ সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। Photo- Representative
advertisement
নিম্নচাপের কারণে বৃষ্টি হবেআবহাওয়া দফতর জানিয়েছে যে সোমবার মধ্যপ্রদেশ, পশ্চিম রাজস্থান, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার, হরিয়ানা এবং পঞ্জাবে বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ পশ্চিম রাজস্থানের কাছে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং বঙ্গোপসাগরেও একটি নিম্নচাপ তৈরি হয়েছে। Photo- Representative
advertisement
advertisement
advertisement
সোমবারের আইএমডি-র ওয়েদার অ্যালার্টে, বঙ্গোপসাগর এবং আরব সাগরের বেশ কিছু জায়গায় সামুদ্রিক পরিস্থিতি সাধারণ থাকবে না৷ অ্যাকটিভ ওয়েদার চ্যানেলের জন্য উত্তাল হবে সমুদ্র৷ হচ্ছে না। ফলে কেরলের দক্ষিণ উপকূলের কাছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরের কাছাকাছি অর্থাৎ মালাবার উপকূল এবং করমন্ডল উপকূলের কিছু অংশে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ Photo- Representative