উদ্ধার ব্ল্যাকবক্স ! বিমান ভেঙে পড়ার ঠিক আগে কী ঘটেছিল ককপিটে? পাইলটের শেষ কথা ‘Oh S***’
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Last Words From Cockpit Of Ajit Pawar's Plane: দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যুর ২৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছে ভেঙে পড়া বিমানের ব্ল্যাকবক্স।
advertisement
দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যুর ২৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছে ভেঙে পড়া বিমানের ব্ল্যাকবক্স। যে কোনও বিমানের ব্ল্যাকবক্সেই বিমানের গতিবিধি সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি এবং ককপিটের ভিতরের কথোপকথনের রেকর্ড থাকে। ফলে ব্ল্যাকবক্সের তথ্য খতিয়ে দেখে জানা যাবে, অজিত পওয়ারের বিমান ভেঙে পড়ার আগে ঠিক কী ঘটেছিল ককপিটে। (Photo: AP)
advertisement
মহারাষ্ট্রের বারামতীতে যে প্লেনটি দুর্ঘটনায় পড়েছিল, সেই প্লেনের ককপিট ক্রুদের দু’জনকে দুর্ঘটনার ঠিক আগে ‘‘oh s***’’ বলতে শোনা গিয়েছিল, যেখানে পাঁচজন মারা গিয়েছেন, যার মধ্যে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারও ছিলেন বুধবার। বিমানে থাকা ৫ জনের মধ্যে মধ্যে ৬৬ বছর বয়সী অজিত পওয়ার, তার পার্সোনাল সিকিউরিটি অফিসার ও অ্যাটেনডেন্ট, এবং দুই ককপিট ক্রু, পাইলট-ইন-কমান্ড সুমিত কাপুর ও ফার্স্ট অফিসার শম্ভাবি পাঠক ৷ (Photo: AP)
advertisement
দিল্লি-ভিত্তিক VSR Ventures Pvt Ltd পরিচালিত একটি Learjet 45 বিমান বারামতী টেবিল-টপ এয়ারস্ট্রিপে সকাল ৮:৪৫ টার দিকে দ্বিতীয়বার ল্যান্ড করার চেষ্টা করার সময়েই দুর্ঘটনায় পড়ে। বুধবার সকালের ওই দুর্ঘটনার পর সন্ধ্যায় বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (এএআইবি)-র একটি বিশেষ দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। শুরু হয়েছে ফরেনসিক তদন্ত। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে ভেঙে পড়া লিয়ারজেট-৪৫ মডেলের বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার করেছেন তদন্তকারীরা। সেটির মধ্যে থাকা তথ্য বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে।
advertisement
পূর্ণাঙ্গ রিপোর্ট এলে তবেই জানা যাবে, দুর্ঘটনার আগের মুহূর্তে ঠিক কী ঘটেছিল ককপিটের অভ্যন্তরে। তবে বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-র এক ঊর্ধ্বতন কর্তা জানিয়েছেন, দুর্ঘটনার আগের মুহূর্তে দুই বিমানকর্মী মধ্যে কোনও এক জন চিৎকার করে বলে উঠেছিলেন, ‘‘ওহ্ শিট!’’ প্রাথমিক ভাবে অজিতের বিমানের উড়ানে কোনও যান্ত্রিক গোলযোগ পাওয়া যায়নি। তবে সবটা জানতে বিস্তারিত তদন্ত প্রয়োজন।







