Ajit Pawar Death Update: দু’বার চেষ্টা করেছিলেন...‘টেবিল টপ’ রানওয়েই কাল হল? ঘন কুয়াশা, পাহাড়ি এলাকা, যেভাবে প্লেন ক্র্যাশ..
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
বিমানটি মুম্বই থেকে সকাল ৮টা বেজে ১০ মিনিটে রওনা দিয়েছিল বারামতীর উদ্দেশে৷ পৌনে ৯টা নাগাদ দুর্ঘটনার খবর আসে৷ টেবিল টপ রানওয়ে থেকে দূরে খাদের মধ্যে আছড়ে পড়ে অজিত পওয়ারদের বিমানটি৷
advertisement
স্থানীয় সূত্রের খবর, বুধবার সকালে পুণে জেলার বারামতী অঞ্চলে ঘন কুয়াশা ছিল৷ যার ফলে কুয়াশা ভরা পাহাড়ি এলাকায় ‘টেবিল টপ’ রানওয়েতে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অজিত পওয়ারের Learjet 45 এর বিমানচালক৷ প্রথমবার অবতরণের চেষ্টা সফল হয়নি৷ দ্বিতীয় বার অবতরণ করতে না পেরে ঠিক রানওয়ের কানঘেঁষে বিমানটি গিয়ে আছড়ে পড়ে পাশের একটি খাদে৷
advertisement
জানা গিয়েছে, বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ দ্বিতীয়বার বারামতী এযারপোর্টের টেবিল টপ রানওয়েতে অবতরণের চেষ্টা চালানোর সময়েই পাহাড়ি খাদে আছড়ে পড়ে লিয়ারজেট ৪৫ বিমানটি৷ মৃত্যু হয় বিমানে সওয়ার মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ার সহ ৪ জনের৷ অজিত পওয়ারের সঙ্গে ছিলেন তাঁর ব্যক্তিগত নিরাপত্তা অফিসার ও পরিচারক৷ বিমানে ছিলেন দুই বিমানকর্মীও৷
advertisement
অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা DGCA ঊর্ধ্বতন আধিকারিকেরা জানাচ্ছেন, তদন্তের অংশ হিসাবে বিমানের ধ্বংসাবশেষের ধরন, তা ছড়িয়ে থাকার রকম খতিয়ে দেখা হচ্ছে৷ তোলা হচ্ছে ছবি৷ সেগুলি দেখেই বোঝা যাবে বিমানটি আছড়ে পড়ার সময় তার গতি কত ছিল, সেটি কোন দিক থেকে আসছিল এবং আছড়ে পড়ার সময় অভিঘাত কেমন ছিল৷ ওই আধিকারিক জানিয়েছেন, বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হবে৷
advertisement
advertisement
advertisement







