একরত্তি সন্তানের জটিল অস্ত্রোপচার দিল্লির হাসপাতালে, লেহ থেকে রোজ তাকে বুকের দুধ পাঠান মা

Last Updated:
থার্মোকল ও রেক্সিনের তৈরি ৬০ মিলিলিটারের ৬টি বোতলে দুধ ভরে দিল্লি পাঠিয়ে দেন মা। আবার খালি বোতল চলে আসে লেহতে ।
1/8
• মায়ের বিকল্প আর কিসে হয়? মায়ের চেয়ে বড় আর কে আছেন এই পৃথিবীতে? সন্তানের জন্য, তাঁকে দুধে-ভাতে রাখতে যেন পৃথিবীর কোনও বাধাই মায়ের কাছে বড় নয় । যেমন হাজার কিলোমিটারের দূরত্বও তাঁর কাছে তুচ্ছ হয়ে যায় । প্রতীকী চিত্র ।
• মায়ের বিকল্প আর কিসে হয়? মায়ের চেয়ে বড় আর কে আছেন এই পৃথিবীতে? সন্তানের জন্য, তাঁকে দুধে-ভাতে রাখতে যেন পৃথিবীর কোনও বাধাই মায়ের কাছে বড় নয় । যেমন হাজার কিলোমিটারের দূরত্বও তাঁর কাছে তুচ্ছ হয়ে যায় । প্রতীকী চিত্র ।
advertisement
2/8
• তাই তো সুদূর লেহ থেকে একরত্তি দুধের শিশুর জন্য দিল্লিতে নিজের বুকের দুধ পাঠাচ্ছেন মা । প্রতীকী চিত্র ।
• তাই তো সুদূর লেহ থেকে একরত্তি দুধের শিশুর জন্য দিল্লিতে নিজের বুকের দুধ পাঠাচ্ছেন মা । প্রতীকী চিত্র ।
advertisement
3/8
• লেহ-র বাসিন্দা ৩০ বছরের দোরজে পালমো সদ্য মা হয়েছেন । কিন্তু তাঁর সন্তানের ছোট থেকেই খেতে সমস্যা । বুকের দুধ খাওয়াতে গিয়েই প্রথম তিনি বুঝতে পারেন কিছু একটা অস্বাভাবিকতা রয়েছে সন্তানের । প্রতীকী চিত্র ।
• লেহ-র বাসিন্দা ৩০ বছরের দোরজে পালমো সদ্য মা হয়েছেন । কিন্তু তাঁর সন্তানের ছোট থেকেই খেতে সমস্যা । বুকের দুধ খাওয়াতে গিয়েই প্রথম তিনি বুঝতে পারেন কিছু একটা অস্বাভাবিকতা রয়েছে সন্তানের । প্রতীকী চিত্র ।
advertisement
4/8
• দুধ ভাল করে খেতে পারে না একরত্তি খুদে, খেলেও হজম হয় না বা নাক-মুখ দিয়ে বেরিয়ে আসে দুধ। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, শিশুটির খাদ্যনালী ও শ্বাসনালী জুড়ে রয়েছে । যত শীঘ্র সম্ভব অস্ত্রোপচার করতে হবে প্রতীকী চিত্র ।
• দুধ ভাল করে খেতে পারে না একরত্তি খুদে, খেলেও হজম হয় না বা নাক-মুখ দিয়ে বেরিয়ে আসে দুধ। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, শিশুটির খাদ্যনালী ও শ্বাসনালী জুড়ে রয়েছে । যত শীঘ্র সম্ভব অস্ত্রোপচার করতে হবে প্রতীকী চিত্র ।
advertisement
5/8
• কিন্তু লেহ-তে এই জটিল অস্ত্রোপচার করার সুবিধা নেই । তাই ছোট্ট শিশুকে নিয়ে দিল্লিতে আসেন তার কাকা । সঙ্গে আসেন শিশুটির বাবা জিকমেট ওয়াংড়ু । ৩৫ দিনের শিশুকে ভর্তি করা হয় শালিমার বাগের ম্যাক্স সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ।
• কিন্তু লেহ-তে এই জটিল অস্ত্রোপচার করার সুবিধা নেই । তাই ছোট্ট শিশুকে নিয়ে দিল্লিতে আসেন তার কাকা । সঙ্গে আসেন শিশুটির বাবা জিকমেট ওয়াংড়ু । ৩৫ দিনের শিশুকে ভর্তি করা হয় শালিমার বাগের ম্যাক্স সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ।
advertisement
6/8
• তবে সমস্যা দাঁড়ায় শিশুর খাদ্য নিয়ে । এই বয়সে মায়ের দুধের বিকল্প নেই শিশুর কাছে । তার উপর এই শিশুটি জন্মের পর থেকেই খাদ্য সমস্যায় ভুগছে, তাই দুর্বল । মায়ের দুধের মতো পুষ্টিগুণ আর কিসে রয়েছে । শিশুটির দ্রুত সেরে ওটার জন্য মাতৃদুগ্ধ দরকার । প্রতীকী চিত্র ।
• তবে সমস্যা দাঁড়ায় শিশুর খাদ্য নিয়ে । এই বয়সে মায়ের দুধের বিকল্প নেই শিশুর কাছে । তার উপর এই শিশুটি জন্মের পর থেকেই খাদ্য সমস্যায় ভুগছে, তাই দুর্বল । মায়ের দুধের মতো পুষ্টিগুণ আর কিসে রয়েছে । শিশুটির দ্রুত সেরে ওটার জন্য মাতৃদুগ্ধ দরকার । প্রতীকী চিত্র ।
advertisement
7/8
• শেষ পর্যন্ত স্থির হয়, শিশুটির মা প্রতিদিন দিল্লিতে বুকের দুধ পাঠাবেন । সেই মতো থার্মোকল ও রেক্সিনের তৈরি ৬০ মিলিলিটারের ৬টি বোতলে দুধ ভরে পাঠিয়ে দেন মা। আবার খালি বোতল চলে আসে লেহতে । প্রতীকী চিত্র ।
• শেষ পর্যন্ত স্থির হয়, শিশুটির মা প্রতিদিন দিল্লিতে বুকের দুধ পাঠাবেন । সেই মতো থার্মোকল ও রেক্সিনের তৈরি ৬০ মিলিলিটারের ৬টি বোতলে দুধ ভরে পাঠিয়ে দেন মা। আবার খালি বোতল চলে আসে লেহতে । প্রতীকী চিত্র ।
advertisement
8/8
• এই কাজ সম্পূর্ণ বিনামূল্যে করছে এয়ারলাইন্স । মায়ের শরীরের ওম না হোক, মায়ের বুকের দুধ শিশুর কাছে পৌঁছে দিতে এয়ারলাইন্সের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শিশুর পরিবার । চিকিৎসকরাও জানাচ্ছেন, শিশুটির অস্ত্রোপচার সফল হয়েছে । মায়ের দুধ পেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছে সে । প্রতীকী চিত্র ।
• এই কাজ সম্পূর্ণ বিনামূল্যে করছে এয়ারলাইন্স । মায়ের শরীরের ওম না হোক, মায়ের বুকের দুধ শিশুর কাছে পৌঁছে দিতে এয়ারলাইন্সের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শিশুর পরিবার । চিকিৎসকরাও জানাচ্ছেন, শিশুটির অস্ত্রোপচার সফল হয়েছে । মায়ের দুধ পেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছে সে । প্রতীকী চিত্র ।
advertisement
advertisement
advertisement