দেশে ফেরার পর তাঁর নিরাপত্তাজনিত কারণে পাক সীমান্তের পশ্চিম সেক্টরের এক গুরুত্বপূর্ণ বেসে পোস্টিং দেওয়া হয় তাঁকে । প্রসঙ্গত, অভিনন্দন বর্তমান একমাত্র জওয়ান যিনি F-16 যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছিলেন। আজ তাঁর জন্মদিনে, এয়ার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের জন্য রইল শ্রদ্ধা ও শুভেচ্ছা ।