Air India Plane Crash: বিমানে সমস্যা আছে টেক অফের আগেই ধরে ফেলেছিলেন এক যাত্রী, শোনেনি কেউ! দুর্ঘটনার ঠিক আগে কী বলেছিলেন তিনি?

Last Updated:
Air India Plane Crash: এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় ২৭৯ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে, একটি পরিবার ছিল ৫১ বছর বয়সী প্রৌঢ়া ইয়াসমিন ভোহরা, তার ভাইপো পারভেজ ভোহরা এবং ভাইপোর ৪ বছর বয়সী মেয়ে জুভেরিয়া। টেক অফের আগেই ইয়াসমিন জানিয়েছিলেন সমস্যার কথা।
1/6
এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় ২৭৯ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে, একটি পরিবার ছিল ৫১ বছর বয়সী প্রৌঢ়া ইয়াসমিন ভোহরা, তার ভাইপো পারভেজ ভোহরা এবং ভাইপোর ৪ বছর বয়সী মেয়ে জুভেরিয়া।
এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় ২৭৯ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে, একটি পরিবার ছিল ৫১ বছর বয়সী প্রৌঢ়া ইয়াসমিন ভোহরা, তার ভাইপো পারভেজ ভোহরা এবং ভাইপোর ৪ বছর বয়সী মেয়ে জুভেরিয়া।
advertisement
2/6
তাঁরা তাঁদের লন্ডন নিবাসী দুই গর্ভবতী পুত্রবধূর পাশে থাকার জন্য লন্ডন যাচ্ছিলেন। বরোদার বাসিন্দা ইয়াসমিন বৃহস্পতিবার দুপুরে তার পরিবারের সাথে এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI171-এ উঠেছিলেন।
তাঁরা তাঁদের লন্ডন নিবাসী দুই গর্ভবতী পুত্রবধূর পাশে থাকার জন্য লন্ডন যাচ্ছিলেন। বরোদার বাসিন্দা ইয়াসমিন বৃহস্পতিবার দুপুরে তার পরিবারের সাথে এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI171-এ উঠেছিলেন।
advertisement
3/6
আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক-অফের কিছুক্ষণ পরেই, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার একটি মেডিকেল কলেজে ভেঙে পড়ে, ২৭৯ জনেরও এখনও মৃতের খবর পাওয়া গিয়েছে।
আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক-অফের কিছুক্ষণ পরেই, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার একটি মেডিকেল কলেজে ভেঙে পড়ে, ২৭৯ জনেরও এখনও মৃতের খবর পাওয়া গিয়েছে।
advertisement
4/6
ইয়াসমিনের দুই সন্তান ৫-৬ মাস ধরে লন্ডনে থাকেন। তাঁদের স্ত্রীরা অন্তঃসত্ত্বা বলে দেখতে যাচ্ছিলেন ইয়াসমিন। ইয়াসিন তাঁর স্ত্রী ইয়াসমিনকে বিমানবন্দরে নামিয়ে দিয়েছিলেন। তারপরে ফোনে ইয়াসিন যা বলেছিলেন শুনলে অবাক হবেন আপনিও।
ইয়াসমিনের দুই সন্তান ৫-৬ মাস ধরে লন্ডনে থাকেন। তাঁদের স্ত্রীরা অন্তঃসত্ত্বা বলে দেখতে যাচ্ছিলেন ইয়াসমিন। ইয়াসিন তাঁর স্ত্রী ইয়াসমিনকে বিমানবন্দরে নামিয়ে দিয়েছিলেন। তারপরে ফোনে ইয়াসিন যা বলেছিলেন শুনলে অবাক হবেন আপনিও।
advertisement
5/6
ইয়াসিন বলেন,
ইয়াসিন বলেন, "টেক-অফের ঠিক আগে ইয়াসমিন আমাকে ফোন করে বলেছিলেন যে এসি কাজ করছে না এবং অদ্ভুত অস্বস্তি হচ্ছে। শুনে আমি তাকে বলেছিলেন একটু পরেই চালু হবে"।
advertisement
6/6
টেক-অফের পরেই দুর্ঘটনা ঘটে। বিমানটিতে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য ছিলেন, যার মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন।
টেক-অফের পরেই দুর্ঘটনা ঘটে। বিমানটিতে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য ছিলেন, যার মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন।
advertisement
advertisement
advertisement