Air India Plane Crash: নাশকতা করে দুর্ঘটনা ঘটানো হয় এয়ার ইন্ডিয়ার সেই বিমানে? অবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী! যা বললেন, চমকে ওঠার মতো
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Air India Plane Crash: এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নাশকতার সম্ভাবনার দিকটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী মুরলিধর মোহন।
এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার তদন্তে উড়ান সংস্থার কর্মীদের ভূমিকাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। গুজরাতের অহমদাবাদে সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত গ্রাউন্ড স্টাফদের এ নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুর্ঘটনার নেপথ্যে নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।
advertisement
advertisement
advertisement
দুর্ঘটনাগ্রস্ত এআই ১৭১ বিমানটি ওড়ার আগে সেটির দেখাশোনার কাজে যে কর্মীরা ছিলেন, তাঁদের প্রত্যেকের বয়ান রেকর্ড করা হয়েছে বলে সূত্রের খবর। বিমানটি ওড়ার সবুজ সঙ্কেত যে কর্মীরা দিয়েছিলেন, এমন বেশ কয়েক জনের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। মোবাইলগুলি যাচাই করে দেখতে চাইছেন তদন্তকারীরা, এমনই দাবি তদন্তকারীদের সূত্রে।
advertisement
advertisement
advertisement