"আমায় টাকা দিয়ে কেনার মতো কেউ জন্মায়নি",মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ ওয়েইসির
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি৷
•আগামী বছরের বাংলার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে রাজনীতি (Bengal Politics) উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপি (BJP) এবং তৃণমূল কংগ্রেসের (TMC)মধ্যে বিরোধ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে৷ এরই মধ্যে এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মধ্যে শুরু হয়েছে বাকযুদ্ধ।
advertisement
advertisement
•জলপাইগুড়ির সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাজ্যে সংখ্যালঘু ভোট ভাগ করতে হায়দরাবাদ থেকে এসেছে ওয়েইসির দল৷ বিজেপির থেকে টাকা নিয়ে তাঁরা সংখ্যালঘু ভোট ভাগের রাজনীতি করছে, বিহারে যেমন করেছে ওয়াইসির দল, সভা মঞ্চ থেকে অভিযোগ করেন মমতা৷ তারই প্রতিবাদ করেছেন আসাদউদ্দিন ওয়েইসি৷
advertisement
•আসাদউদ্দিন ওয়েইসি স্পষ্ট করছেন যে, 'এখনও এমন কোনও মানুষ জন্মগ্রহণ করেননি, যিনি আমাকে টাকার বিনিময় কিনতে পারেন। তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) অভিযোগ ভিত্তিহীন৷ মমতা অধৈর্য বলে কটাক্ষ করেন ওয়েইসি৷ যেভাবে তৃণমূল ছাড়ছেন একের পর এক নেতা, মন্ত্রী, তাতে ওয়েইসি তৃণমূল সুপ্রিমোকে তিনি দল আগলানোর পরামর্শও দেন৷
advertisement