#RameshJarkiholi sex scandal: দেখুন, যৌন কুৎসায় জড়িয়ে বিপর্যস্ত নেতা-মন্ত্রীদের তালিকা...
- Published by:Pooja Basu
Last Updated:
কর্নাটকের অনেক নেতাই যৌন কুৎসার কারণে গদি ছাড়তে বাধ্য হয়েছেন। এক এক করে দেখে নেওয়া যাক সেই সব অধ্যায়!
•কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জে এইচ পটেল (JH Patel) একদা খোলাখুলি জানিয়েছিলেন যে সন্ধে হয়ে যাওয়ার পরে হুইস্কি এবং নারীর সাহচর্য না হলে তাঁর চলে না! তাঁর মতো নিজের দুর্বলতা নিয়ে খোলাখুলি কথা অবশ্য সব নেতা বলেন না। সম্প্রতি যৌন কুৎসায় ইস্তফা দিতে বাধ্য হলেও কর্নাটকের জলসম্পদ মন্ত্রী রমেশ জারকিহোলি (Ramesh Jarakiholi) তাঁর যে সেক্স টেপটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে, সে সংক্রান্ত যাবতীয় তথ্য অস্বীকার করেছেন। ইস্তফাপত্রে শুধু এটাই লিখেছেন যে নৈতিক জায়গা থেকে তিনি পদত্যাগ করলেন! অবশ্য এটাই প্রথম নয়, এর আগেও কর্নাটকের অনেক নেতাই যৌন কুৎসার কারণে গদি ছাড়তে বাধ্য হয়েছেন। এক এক করে দেখে নেওয়া যাক সেই সব অধ্যায়!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
•লক্ষ্মণ সওয়ারি (Laxman Sawadi)-শুধু লক্ষ্মণ সওয়ারি নয়, পাশাপাশি সি সি পাটিল (CC Patil) আর কৃষ্ণ পালেমরের (Krishna Palemar) বিরুদ্ধে অভিযোগ ছিল যে এই তিনজন বিধানসভার অধিবেশন চলাকালীন পর্নোগ্রাফি দেখছিলেন! স্টেট হোম ডিপার্টমেন্ট ঘটনার তদন্ত করে জানায় যে এই অভিযোগ ভিত্তিহীন। বর্তমানে সওয়ারি কর্নাটকের ডেপুটি চিফ মিনিস্টার হিসেবে নিযুক্ত।
advertisement