বিহারে ভোটের দিন ঘোষণা হতেই বড় চমক! ভোটে বিরাট পদক্ষেপ নির্বাচন কমিশনের! জারি হবে বাংলাতেও

Last Updated:
এসআইআর নিয়ে টালমাটাল পরিস্থিতির পরেই এই দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, নতুন করে ১৭টি নতুন পদক্ষেপ নেওয়া হবে। যা পরবর্তী নির্বাচনেও কার্যকর হবে। দেখে নেওয়া যাক বাকি নির্বাচনের থেকে এই নির্বাচনে কী কী নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।
1/9
তাঁর কথায়,
বিহারে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। বিহারের ২৪৩টি আসনে মোট দুই দফায় ভোট হবে বলে ঘোষণা করলেন জাতীয় নির্বাচন কমিশন। আগামী নভেম্বর মাসের ৬ তারিখ এবং ১১ তারিখ। নির্বাচনের গণনা হবে আগামী ১৪ নভেম্বর।
advertisement
2/9
পুজো মিটতেই বিশেষ প্রস্তুতি, রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের চার সদস্যের টিম SIR Coming in october election commission meeting soon
এসআইআর নিয়ে টালমাটাল পরিস্থিতির পরেই এই দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, নতুন করে ১৭টি নতুন পদক্ষেপ নেওয়া হবে। যা পরবর্তী নির্বাচনেও কার্যকর হবে। দেখে নেওয়া যাক বাকি নির্বাচনের থেকে এই নির্বাচনে কী কী নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।
advertisement
3/9
বিহারে ভোটার লিস্টের বিশেষ সংশোধনী শুরু করেছে নির্বাচন কমিশন৷ সেই সংশোধনীতে প্রাথমকি পর্যায়েই ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে৷
ভোটার কার্ড বা এপিক কার্ডের বিনামূল্যে ডেলিভারিএই নির্বাচনে যারা নতুন ভোট দেবেন অর্থাৎ নতুন ভোটারদের ভোটার কার্ড বা এপিক কার্ড বিনামূল্যে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।
advertisement
4/9
অনেকেই মনে করেন, নাম এক থাকলেও ভোটার কার্ডে যদি দুটি ঠিকানা থাকে তাহলে ধরা পড়ার সম্ভাবনা নেই৷ যদিও এই ধারণা পুরোপুরি ভুল৷ নির্বাচন কমিশন জানিয়েছে, একজন্য ব্যক্তির নামে একটিই ভোটার কার্ড থাকা উচিত এবং তিনি যে কোনও একটি ঠিকানাতেই ভোট দিতে পারবেন৷
বিএলওদের সচিত্র পরিচয়পত্রবিএলও বা ব্লক লেভেল অফিসার বা আধিকারিকদের সচিত্র পরিচয়পত্র এই নির্বাচন থেকেই শুরু হল।
advertisement
5/9
এই ব্যক্তিরা এমন পেশায় সফল হন যেখানে শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয়। তাঁদের শক্তি এবং ক্ষমতা সেনাবাহিনী, পুলিশ, খেলার দুনিয়া এবং প্রতিরক্ষা ক্ষেত্রে খুবই কার্যকর। এই সংখ্যাটি সার্জারি এবং কৃষির মতো পেশার জন্যও খুবই অনুকূল। মোবাইল নম্বরের শেষ সংখ্যা ৯ হলে যে সব ফোন আসে, সাধারণত তার ব্যক্তিরা খুব উৎসাহ এবং উদ্যমের সঙ্গে কথা বলেন। তাঁদের কথোপকথনে কোনও নেতিবাচকতা থাকবে না। তাঁরা কেবল তাঁদের কাজের কথাই বলেন এবং অপ্রয়োজনীয় বিষয়গুলির উল্লেখও করেন না।
মোবাইল ডিপোজিট ফ্যাসিলিটিনির্বাচন কেন্দ্রের ভিতরে মোবাইল নিয়ে ঢোকা যাবে না। সেই জন্য আলাদা করে মোবাইল ডিপোজিট ফ্যাসিলিটির ব্যবস্থা করা হয়েছে।
advertisement
6/9
বিহারে SIR-র পর কয়েকদিন আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। SIR শুরুর আগে বিহারে যতজন ভোটার ছিলেন, চূড়ান্ত ভোটার তালিকায় ৪৮ লক্ষের নাম বাদ পড়েছে।
স্বচ্ছ ভোটার স্লিপসিরিয়াল এবং পার্ট নম্বর স্পষ্টভাবে উল্লেখ করার কথা বলা হয়েছে।
advertisement
7/9
নতুন প্রজন্মের কাছে এই বার্তা স্পষ্ট—ভোট শুধু অধিকার নয়, দায়িত্বও। আর সেই দায়িত্ব নিতে আজই হোন ভোটার! সামনে কিছু স্টেপ ফলো করেই হতে পারবেন নতুন ভোটার।
সহজতর অনলাইনECINet App-সহ একাধিক অনলাইন মাধ্যমের কথা বলা হয়েছে যেখানে ভোটার এবং ভোটদানের হার মুহূর্তে জানা যাবে।
advertisement
8/9
কোনওভাবে ভোটার কার্ড হারিয়ে ফেললে ন্যাশনাল ভোটার্স সার্ভিস পোর্টাল কিংবা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ক্লিক করুন। সেখানে 'Search Your Name in Electoral Roll' অপশন খুঁজে নিন। তার পর নাম, বয়স, জেলা,রাজ্য লিখতে হবে। তার পর ডিসপ্লে হবে আপনার EPIC নম্বর। > তারপরই ডিসপ্লে হবে আপনার EPIC নম্বর।
তারপরই ডিসপ্লে হবে আপনার EPIC নম্বর।" width="1600" height="900" /> নির্বাচনী বুথে সর্বোচ্চ ১২০০ ভোটার এক সময় থাকার অনুমতি পাবেন।নির্বাচনে অংশ নেওয়া প্রতিনিধিদের বুথ নির্বাচনী কেন্দ্র থেকে ১০০ মিটার থেকে দূরে করতেই হবে।
advertisement
9/9
name deleted from voter list SIR process how to apply again in online Supreme Court Tightens the Noose on Voter Exclusion Aggrieved persons can now file online application এসআইআর প্রক্রিয়া (SIR) ঘিরে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগে আগেই কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শুক্রবার আদালত সেই নির্দেশ আরও জোরদার করল।
সমস্ত বুথে ১০০% ওয়েবকাস্টিং করা হবে বলে জানানো হয়েছে। ভিভিপ্যাট কাউন্টের জন্য কোনও গণ্ডগোল যাতে না হয় তার জন্য এটি আবশ্যক করা হয়েছে।পোস্টাল ব্যালটের ক্ষেত্রে গণনা লাইভ স্ট্রিমিং করতে হবে।
advertisement
advertisement
advertisement