Red Panda: ৮ বছরের প্রতীক্ষার পর খুশির খবর! সিকিমের হিমালয়ান জু-তে জন্ম নিল দুই লাল পান্ডাশাবক
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Red Panda: সিকিমের হিমালয়ান জুলজিক্যাল পার্কে দেখা দিল বহু প্রতীক্ষিত প্রাণের আলো। ৮ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে জন্ম নিল দুটি লাল পান্ডাশাবক।
সিকিম, ঋত্বিক ভট্টাচার্য: সিকিমের হিমালয়ান জুলজিক্যাল পার্কে দেখা দিল বহু প্রতীক্ষিত প্রাণের আলো। ৮ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে জন্ম নিল দুটি লাল পান্ডাশাবক। ১৫ জুন, ২০২৫ তারিখে শাবকদ্বয়ের জন্ম দেয় প্রথমবার মা হওয়া মিরাক। বাবা লাকি (দ্বিতীয়) – যিনি শুধু নামেই নয়, কাজে ও বড্ড ‘লাকি’ – কারণ এই বিরল সাফল্যের অন্যতম কান্ডারি সে-ও।
advertisement
এই চিড়িয়াখানা ভারতের প্রাচীনতম লাল পান্ডা সংরক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত। দীর্ঘ দিন ধরেই সংরক্ষণ প্রোগ্রামে নানা বাধা-বিপত্তি দেখা দিয়েছিল। ক্যানাইন ডিসটেম্পারের সংক্রমণ এবং টানা প্রজনন ব্যর্থতায় আশাহত ছিল কর্তৃপক্ষ। কিন্তু নতুন এই দুই অতিথির আগমন যেন এক নতুন আশার দিগন্ত খুলে দিয়েছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement
