সার্ভার থেকে নিজের ইচ্ছেয় মুছে ফেলতে পারবেন আধার

Last Updated:
প্রাথমিক ভাবে UIDAI-এর প্রস্তাব ছিল, একটি শিশুর বয়স ১৮ হয়ে গেলেই, তাকে ৬ মাস সময় দেওয়া হবে, আধার থেকে সে নিজেকে তুলে নিতে চায় কিনা৷ চাইলে নিজেকে সরিয়ে নিতে পারে৷ কিন্ত‌ু আইন মন্ত্রক পরামর্শ দেয়, উইথড্র অপশন দেশের সব নাগরিকদের জন্য করা হোক৷
1/6
আধার কার্ড চালু হওয়ার পর থেকেই জালিয়াতিও নিছক কম হয়নি৷ আধার নম্বর জাল করে নানা আর্থিক দুর্নীতি ধরা পড়েছে বিস্তর৷ এখনও পড়ে৷ কোথাও কোথাও জাল আধার কার্ড তৈরির র‍্যাকেট ধরা পড়েছে৷ আধার তথ্য চুরি যাওয়ারও অভিযোগ উঠেছে বিস্তর৷
আধার কার্ড চালু হওয়ার পর থেকেই জালিয়াতিও নিছক কম হয়নি৷ আধার নম্বর জাল করে নানা আর্থিক দুর্নীতি ধরা পড়েছে বিস্তর৷ এখনও পড়ে৷ কোথাও কোথাও জাল আধার কার্ড তৈরির র‍্যাকেট ধরা পড়েছে৷ আধার তথ্য চুরি যাওয়ারও অভিযোগ উঠেছে বিস্তর৷
advertisement
2/6
এ বার নাগরিকদের আধার তথ্য গোপন রাখার দায়িত্ব নাগরিকদের উপরেই ছাড়তে চলেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)৷  খুব শীঘ্রই নাগরিকরা নিজেদের বায়োমেট্রিক, ডেটা-সহ আধারের সব তথ্য নিজেরাই UIDAI-এর সার্ভার থেকে মুছে দিতে পারবেন৷
এ বার নাগরিকদের আধার তথ্য গোপন রাখার দায়িত্ব নাগরিকদের উপরেই ছাড়তে চলেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)৷ খুব শীঘ্রই নাগরিকরা নিজেদের বায়োমেট্রিক, ডেটা-সহ আধারের সব তথ্য নিজেরাই UIDAI-এর সার্ভার থেকে মুছে দিতে পারবেন৷
advertisement
3/6
প্রাথমিক ভাবে UIDAI-এর প্রস্তাব ছিল, একটি শিশুর বয়স ১৮ হয়ে গেলেই, তাকে ৬ মাস সময় দেওয়া হবে, আধার থেকে সে নিজেকে তুলে নিতে চায় কিনা৷ চাইলে নিজেকে সরিয়ে নিতে পারে৷ কিন্ত‌ু আইন মন্ত্রক পরামর্শ দেয়, উইথড্র অপশন দেশের সব নাগরিকদের জন্য করা হোক৷
প্রাথমিক ভাবে UIDAI-এর প্রস্তাব ছিল, একটি শিশুর বয়স ১৮ হয়ে গেলেই, তাকে ৬ মাস সময় দেওয়া হবে, আধার থেকে সে নিজেকে তুলে নিতে চায় কিনা৷ চাইলে নিজেকে সরিয়ে নিতে পারে৷ কিন্ত‌ু আইন মন্ত্রক পরামর্শ দেয়, উইথড্র অপশন দেশের সব নাগরিকদের জন্য করা হোক৷
advertisement
4/6
এ ক্ষেত্রে প্রশ্ন হল, যদি কোনও নাগরিক আধার থেকে নিজেকে সরান, তা হলে সরকারি সামাজিক প্রকল্পগুলি কি পাবেন? তবে সুবিধা হবে তাঁদের, যাঁদের প্যান কার্ড নেই, বা প্যান কার্ডের প্রয়োজন নেই৷
এ ক্ষেত্রে প্রশ্ন হল, যদি কোনও নাগরিক আধার থেকে নিজেকে সরান, তা হলে সরকারি সামাজিক প্রকল্পগুলি কি পাবেন? তবে সুবিধা হবে তাঁদের, যাঁদের প্যান কার্ড নেই, বা প্যান কার্ডের প্রয়োজন নেই৷
advertisement
5/6
এই যুগান্তকারী প্রক্রিয়া চালু করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে কেন্দ্র৷ আধার আইন সংশোধন করা হবে শীঘ্রই৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এগনো হবে বলে জানা গিয়েছে৷
এই যুগান্তকারী প্রক্রিয়া চালু করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে কেন্দ্র৷ আধার আইন সংশোধন করা হবে শীঘ্রই৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এগনো হবে বলে জানা গিয়েছে৷
advertisement
6/6
গত সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট আধারের ভ্যালিডিটি নিয়ে একগুচ্ছ নির্দেশ দিয়েছিল৷ ফোন নম্বরের সঙ্গে আধার যোগ আবশ্যিক নয় বলেও জানিয়েছিল সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালত জানিয়েছিল, আধার সাংবিধানিক ভাবে বৈধ, কিন্ত‌ু সব পরিষেবার জন্য তা আবিশ্যিক নয়৷
গত সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট আধারের ভ্যালিডিটি নিয়ে একগুচ্ছ নির্দেশ দিয়েছিল৷ ফোন নম্বরের সঙ্গে আধার যোগ আবশ্যিক নয় বলেও জানিয়েছিল সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালত জানিয়েছিল, আধার সাংবিধানিক ভাবে বৈধ, কিন্ত‌ু সব পরিষেবার জন্য তা আবিশ্যিক নয়৷
advertisement
advertisement
advertisement