Supreme Court on SIR: আধার একেবারেই হেলাফেলা জিনিস নয়...নাগরিকত্ব প্রমাণ করে না, কিন্তু প্রমাণ করে...জানাল সুপ্রিম কোর্ট

Last Updated:
শুনানির পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে দ্বিবেদী বলেন, “সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে পরিচয়ের প্রমাণ হিসেবে আধার জমা দেওয়া যেতে পারে।
1/8
নয়াদিল্লি: সোমবার SIR নিয়ে কড়া রায় দিয়েছে সুপ্রিম কোর্ট৷ জানিয়ে দিয়েছে, বিহার বিধানসভা নির্বাচনের আগে সে রাজ্যে ভোটার তালিকার যে বিশেষ নিবিড় সমীক্ষা চলছে, সেখানে ‘প্রামাণ্য’ নথি হিসাবে অবশ্যই বিবেচনা করতে হবে আধার কার্ডকে৷
নয়াদিল্লি: সোমবার SIR নিয়ে কড়া রায় দিয়েছে সুপ্রিম কোর্ট৷ জানিয়ে দিয়েছে, বিহার বিধানসভা নির্বাচনের আগে সে রাজ্যে ভোটার তালিকার যে বিশেষ নিবিড় সমীক্ষা চলছে, সেখানে ‘প্রামাণ্য’ নথি হিসাবে অবশ্যই বিবেচনা করতে হবে আধার কার্ডকে৷
advertisement
2/8
শীর্ষ আদালত জানিয়েছে, আধার কার্ড ভারতীয় নাগরিক হিসাবে কারও প্রামাণ্য নথি না হলেও, এটি অবশ্যই একটি পরিচয় পত্র৷ যা SIR সংক্রান্ত প্রামাণ্য নথির তালিকার ১২ নথির মধ্যে একটি অবশ্যই হতে পারে৷
শীর্ষ আদালত জানিয়েছে, আধার কার্ড ভারতীয় নাগরিক হিসাবে কারও প্রামাণ্য নথি না হলেও, এটি অবশ্যই একটি পরিচয় পত্র৷ যা SIR সংক্রান্ত প্রামাণ্য নথির তালিকার ১২ নথির মধ্যে একটি অবশ্যই হতে পারে৷
advertisement
3/8
যদিও শীর্ষ আদালত এ-ও জানিয়েছে, একমাত্র ভারতীয় নাগরিক,দেরই ভোটাধিকার রয়েছে৷ আধার কার্ড কারও ভারতীয় নাগরিক হওয়ার প্রামাণ্য নথি নয়৷ এছাড়াও, কমিশনের কোনও ভোটারের আধারের তথ্য খতিয়ে দেখারও অধিকার থাকবে৷
যদিও শীর্ষ আদালত এ-ও জানিয়েছে, একমাত্র ভারতীয় নাগরিক,দেরই ভোটাধিকার রয়েছে৷ আধার কার্ড কারও ভারতীয় নাগরিক হওয়ার প্রামাণ্য নথি নয়৷ এছাড়াও, কমিশনের কোনও ভোটারের আধারের তথ্য খতিয়ে দেখারও অধিকার থাকবে৷
advertisement
4/8
সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ এদিন বলে, ‘‘আধার আইন, ২০১৬ অনুযায়ী কোনও ব্যক্তির ভোটার তালিকায় নাম ঢোকানো বা বের করার ক্ষেত্রে আধার কার্ডকে তাঁর পরিচয় পত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে৷ এক্ষেত্রে ভোটার লিস্ট যাচাই প্রক্রিয়ার ১২ তম নথি হিসাবে বিবেচিত হবে এটি৷’’
সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ এদিন বলে, ‘‘আধার আইন, ২০১৬ অনুযায়ী কোনও ব্যক্তির ভোটার তালিকায় নাম ঢোকানো বা বের করার ক্ষেত্রে আধার কার্ডকে তাঁর পরিচয় পত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে৷ এক্ষেত্রে ভোটার লিস্ট যাচাই প্রক্রিয়ার ১২ তম নথি হিসাবে বিবেচিত হবে এটি৷’’
advertisement
5/8
এদিন SIR-এর বিপক্ষে আবেদনকারীদের তরফে আইনজীবী কপিল সিব্বল আদালতে আর্জি জানিয়েছিলেন, ‘‘আমরা সময়ের সাথে পাল্লা দিচ্ছি। কমিশন যা করছে তা অবাক করার মতো... বুথ লেভেল অফিসাররা (BLO) নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না। বলছে বসবাসের প্রমাণপত্র দিলে হবে না। ওরা ৬৫ লক্ষ মানুষের আধার গ্রহণ করছেন না। ECI আধিকারিকদের নির্দেশ দিয়েছে। কেউ যদি ভোটার তালিকায় থাকতে চান, দয়া করে তাঁর আধার কার্ড এক্ষেত্রে গৃহীত হোক৷’’
এদিন SIR-এর বিপক্ষে আবেদনকারীদের তরফে আইনজীবী কপিল সিব্বল আদালতে আর্জি জানিয়েছিলেন, ‘‘আমরা সময়ের সাথে পাল্লা দিচ্ছি। কমিশন যা করছে তা অবাক করার মতো... বুথ লেভেল অফিসাররা (BLO) নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না। বলছে বসবাসের প্রমাণপত্র দিলে হবে না। ওরা ৬৫ লক্ষ মানুষের আধার গ্রহণ করছেন না। ECI আধিকারিকদের নির্দেশ দিয়েছে। কেউ যদি ভোটার তালিকায় থাকতে চান, দয়া করে তাঁর আধার কার্ড এক্ষেত্রে গৃহীত হোক৷’’
advertisement
6/8
কমিশমের আইনজীবী রাকেশ দ্বিবেদি জানান, ‘‘৭.২৪ কোটি মানুষের ৯৯.৬ শতাংশ মানুষ নিজেদের নথি জমা দিয়েছেন৷ আদালতের শেষতম নির্দেশে বাকি ৬৫ লক্ষকেও আধার কার্ড জমা দেওয়ার অধিকার দেওয়া হয়েছে৷ ওরা তো কেউ বলছে না যে প্রচুর মানুষ বাদ পড়ছে৷’’
কমিশমের আইনজীবী রাকেশ দ্বিবেদি জানান, ‘‘৭.২৪ কোটি মানুষের ৯৯.৬ শতাংশ মানুষ নিজেদের নথি জমা দিয়েছেন৷ আদালতের শেষতম নির্দেশে বাকি ৬৫ লক্ষকেও আধার কার্ড জমা দেওয়ার অধিকার দেওয়া হয়েছে৷ ওরা তো কেউ বলছে না যে প্রচুর মানুষ বাদ পড়ছে৷’’
advertisement
7/8
শুনানির পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে দ্বিবেদী বলেন, “সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে পরিচয়ের প্রমাণ হিসেবে আধার জমা দেওয়া যেতে পারে। আজকের আদেশে আরও নিশ্চিত করা হয়েছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকার উদ্দেশ্যে নাগরিকত্ব নির্ধারণ করতে পারে। যখন আমরা সাংসদদের জন্য একই সিদ্ধান্ত নিতে পারি, তখন আমরা নির্বাচনী গঠনের জন্যও এটি করতে পারি।”
শুনানির পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে দ্বিবেদী বলেন, “সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে পরিচয়ের প্রমাণ হিসেবে আধার জমা দেওয়া যেতে পারে। আজকের আদেশে আরও নিশ্চিত করা হয়েছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকার উদ্দেশ্যে নাগরিকত্ব নির্ধারণ করতে পারে। যখন আমরা সাংসদদের জন্য একই সিদ্ধান্ত নিতে পারি, তখন আমরা নির্বাচনী গঠনের জন্যও এটি করতে পারি।”
advertisement
8/8
তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে পরিচয়ের প্রমাণ হিসেবে আধার জমা দেওয়া যেতে পারে। আজকের আদেশে আরও নিশ্চিত করা হয়েছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকার উদ্দেশ্যে নাগরিকত্ব নির্ধারণ করতে পারে।’’
তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে পরিচয়ের প্রমাণ হিসেবে আধার জমা দেওয়া যেতে পারে। আজকের আদেশে আরও নিশ্চিত করা হয়েছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকার উদ্দেশ্যে নাগরিকত্ব নির্ধারণ করতে পারে।’’
advertisement
advertisement
advertisement