ব্লেড দিয়ে শরীর কেটে, মারধর করে নাবালিকা প্রেমিকার নগ্ন ভিডিও তুলে ছড়িয়ে দিল যুবক!

Last Updated:
1/5
• ১৬ বছরের নাবালিকা প্রেমিকাকে অপহরণ, মারধর, যৌন নির্যাতনের মত একাধিক অভিযোগ উঠল তাঁর প্রেমিকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের গান্ধি নগরে ৷ Pic: News18
• ১৬ বছরের নাবালিকা প্রেমিকাকে অপহরণ, মারধর, যৌন নির্যাতনের মত একাধিক অভিযোগ উঠল তাঁর প্রেমিকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের গান্ধি নগরে ৷ Pic: News18
advertisement
2/5
• অভিযোগ, বছর উনিশের ওই যুবক সন্দেহ করেছিল প্রেমিকা অন্য সম্পর্কে লিপ্ত ৷ তাঁকে ভয় দেখানোর জন্যই বন্ধুদের সঙ্গে মিলে এই ফন্দি এঁটেছিল সে ৷ Pic: News18
• অভিযোগ, বছর উনিশের ওই যুবক সন্দেহ করেছিল প্রেমিকা অন্য সম্পর্কে লিপ্ত ৷ তাঁকে ভয় দেখানোর জন্যই বন্ধুদের সঙ্গে মিলে এই ফন্দি এঁটেছিল সে ৷ Pic: News18
advertisement
3/5
• তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল ৷ তাদের মধ্যে নিয়মিত শারীরিক সম্পর্কও ছিল ৷ Pic: News18
• তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল ৷ তাদের মধ্যে নিয়মিত শারীরিক সম্পর্কও ছিল ৷ Pic: News18
advertisement
4/5
• প্রেমিকাকে ‘উচিৎ শিক্ষা’ দিতেই নাকি তাকে মারধর করে ওই যুবক ৷ এমনকি ব্লেড দিয়ে আঘাতও করা হয় ৷ এই কথা যাতে বাইরে ফাঁস না হয় সে জন্য নগ্ন করে প্রেমিকার ভিডিও তুলে রাখে ওই নাবালক ৷ ভিডিওতে দেখা যাচ্ছে কিশোরীটি ছেড়ে দেওয়ার জন্য আর্তনাদ করছে ৷ Pic: News18
• প্রেমিকাকে ‘উচিৎ শিক্ষা’ দিতেই নাকি তাকে মারধর করে ওই যুবক ৷ এমনকি ব্লেড দিয়ে আঘাতও করা হয় ৷ এই কথা যাতে বাইরে ফাঁস না হয় সে জন্য নগ্ন করে প্রেমিকার ভিডিও তুলে রাখে ওই নাবালক ৷ ভিডিওতে দেখা যাচ্ছে কিশোরীটি ছেড়ে দেওয়ার জন্য আর্তনাদ করছে ৷ Pic: News18
advertisement
5/5
• পুলিশ প্রথমে নির্যাতিতা মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে অপহরণের মামলা দায়ের করে ৷ কিন্তু পরবর্তীতে ধর্ষণ-সহ শ্লীলতাহানি, অপ্রাপ্তবয়স্কদের ফৌজদারী, ভয় দেখানো এবং পকসোর (POCSO) অধীনেও অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে। আইটি অ্যাক্টেও (IT Act) জারি হয়েছে মামলা। Pic: News18
• পুলিশ প্রথমে নির্যাতিতা মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে অপহরণের মামলা দায়ের করে ৷ কিন্তু পরবর্তীতে ধর্ষণ-সহ শ্লীলতাহানি, অপ্রাপ্তবয়স্কদের ফৌজদারী, ভয় দেখানো এবং পকসোর (POCSO) অধীনেও অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে। আইটি অ্যাক্টেও (IT Act) জারি হয়েছে মামলা। Pic: News18
advertisement
advertisement
advertisement