Maharashtra: ১৬২ বিধায়ক নিয়ে মুম্বইয়ের হোটেলে কং-এনসিপি-শিবসেনা, হল শপথগ্রহণও

Last Updated:
1/7
বিধানসভায় আস্থা ভোট হবে কিনা, তা নিয়ে মঙ্গলবার রায় দেবে সুপ্রিম কোর্ট৷ তবে তার আগে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে মরিয়া শিবসেনা, এনসিপি ও কংগ্রেস জোট৷ যার নির্যাস, সন্ধ্যায় মুম্বইয়ের হোটেলে মেগা শো৷ ১৬২ জন বিধায়ককে জড়ো করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানাল শিবসেনা-কংগ্রেস-এনসিপি৷
বিধানসভায় আস্থা ভোট হবে কিনা, তা নিয়ে মঙ্গলবার রায় দেবে সুপ্রিম কোর্ট৷ তবে তার আগে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে মরিয়া শিবসেনা, এনসিপি ও কংগ্রেস জোট৷ যার নির্যাস, সন্ধ্যায় মুম্বইয়ের হোটেলে মেগা শো৷ ১৬২ জন বিধায়ককে জড়ো করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানাল শিবসেনা-কংগ্রেস-এনসিপি৷
advertisement
2/7
এ দিন সন্ধ্যায় হঠাত্‍ এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে ১৬২ জন বিধায়ককে বাসে করে নিয়ে যান মুম্বইয়ের হোটেলে৷ হোটেলে সব বিধায়ককে শপথ নেওয়া করান শরদ পাওয়ার৷
এ দিন সন্ধ্যায় হঠাত্‍ এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে ১৬২ জন বিধায়ককে বাসে করে নিয়ে যান মুম্বইয়ের হোটেলে৷ হোটেলে সব বিধায়ককে শপথ নেওয়া করান শরদ পাওয়ার৷
advertisement
3/7
মুম্বইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে বিধায়কদের নিয়ে জড়ো হওয়ার খবরটি সন্ধ্যা ৭টায় ট্যুইট করেন শিবসেনা সাংসদ সঞ্জয রাউত৷ শরদ পাওয়ার বলেন, 'কেন্দ্র একাধিক রাজ্যে সংখ্যাগরিষ্ঠ না হয়েও সরকার গড়েছে, যেমন, কর্নাটক, গোয়া মণিপুর৷ বিজেপি দেখিয়েছে, কী ভাবে কুর্সির অপব্যবহার করতে হয়৷ ২৮৮ বিধায়কের মধ্যে এখানে রয়েছেন ১৬২ জন বিধায়ক৷ সুপ্রিম কোর্ট আস্থা ভোটের নির্দেশ দিলেই আমরা তৈরি৷'
মুম্বইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে বিধায়কদের নিয়ে জড়ো হওয়ার খবরটি সন্ধ্যা ৭টায় ট্যুইট করেন শিবসেনা সাংসদ সঞ্জয রাউত৷ শরদ পাওয়ার বলেন, 'কেন্দ্র একাধিক রাজ্যে সংখ্যাগরিষ্ঠ না হয়েও সরকার গড়েছে, যেমন, কর্নাটক, গোয়া মণিপুর৷ বিজেপি দেখিয়েছে, কী ভাবে কুর্সির অপব্যবহার করতে হয়৷ ২৮৮ বিধায়কের মধ্যে এখানে রয়েছেন ১৬২ জন বিধায়ক৷ সুপ্রিম কোর্ট আস্থা ভোটের নির্দেশ দিলেই আমরা তৈরি৷'
advertisement
4/7
শরদ পাওয়ার আরো বলেন, 'সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ সমস্যার নয়৷ যাকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সে কোনও নির্দেশ দিতে পারে না৷ আস্থা ভোটের দিন আমি ১৬২ জনের বেশি বিধায়ক দাঁড় করিয়ে দেব৷ এটা গোয়া নয়, মহারাষ্ট্র৷ বিজেপি-র বিরুদ্ধে ভোট দিলে কোনও বিধায়ক বিধানসভা সদস্যপদ যাতে না-হারান, তার দায়িত্ব আমাদের৷'
শরদ পাওয়ার আরো বলেন, 'সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ সমস্যার নয়৷ যাকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সে কোনও নির্দেশ দিতে পারে না৷ আস্থা ভোটের দিন আমি ১৬২ জনের বেশি বিধায়ক দাঁড় করিয়ে দেব৷ এটা গোয়া নয়, মহারাষ্ট্র৷ বিজেপি-র বিরুদ্ধে ভোট দিলে কোনও বিধায়ক বিধানসভা সদস্যপদ যাতে না-হারান, তার দায়িত্ব আমাদের৷'
advertisement
5/7
উদ্ধব ঠাকরে বলেন, 'আমাদের জোটে শক্তি কোনও ক্যামেরায় ধরা যাবে না৷ যদি আপনারা শিবসেনা না চেনেন, আমাদের রাস্তা পার করার চেষ্টা করেন, আমরা আপনাদের দেখিয়ে দেব, শিবসেনা কী জিনিস! আমরা এখানে জাস্ট ৫ বছরের জন্য আসিনি৷ মহারাষ্ট্র থেকে আমরা শুরু করেছি, এরপর এগিয়ে যাবো৷'
উদ্ধব ঠাকরে বলেন, 'আমাদের জোটে শক্তি কোনও ক্যামেরায় ধরা যাবে না৷ যদি আপনারা শিবসেনা না চেনেন, আমাদের রাস্তা পার করার চেষ্টা করেন, আমরা আপনাদের দেখিয়ে দেব, শিবসেনা কী জিনিস! আমরা এখানে জাস্ট ৫ বছরের জন্য আসিনি৷ মহারাষ্ট্র থেকে আমরা শুরু করেছি, এরপর এগিয়ে যাবো৷'
advertisement
6/7
তড়িঘড়ি দেবেন্দ্র ফড়বীশ ও অজিত পাওয়ারকে দিয়ে শপথবাক্য পাঠ করানোয় রাজ্যপাল ভগত্‍ সিং কোশিয়ারির নির্দেশের বিরুদ্ধে ও বিধানসভায় আস্থা ভোট চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস৷
তড়িঘড়ি দেবেন্দ্র ফড়বীশ ও অজিত পাওয়ারকে দিয়ে শপথবাক্য পাঠ করানোয় রাজ্যপাল ভগত্‍ সিং কোশিয়ারির নির্দেশের বিরুদ্ধে ও বিধানসভায় আস্থা ভোট চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস৷
advertisement
7/7
বিচারপতি এনভি রামানা, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি সঞ্জীব খান্না বেঞ্চ সম্ভবত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মহারাষ্ট্রে আস্থা ভোট নিয়ে রায় দেবে৷ এ দিন শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, 'এখনও কোনও দল রাজ্যপালের কাছে গিয়ে সরকার গড়ার দাবি জানাতে পারেনি৷ ২২ নভেম্বর যে চিঠিটি রাজ্যপালের কাছে জমা দেন অজিত পাওয়ার, সেই চিঠিতে ৫৪ জন বিধায়কের সই রয়েছে৷'
বিচারপতি এনভি রামানা, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি সঞ্জীব খান্না বেঞ্চ সম্ভবত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মহারাষ্ট্রে আস্থা ভোট নিয়ে রায় দেবে৷ এ দিন শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, 'এখনও কোনও দল রাজ্যপালের কাছে গিয়ে সরকার গড়ার দাবি জানাতে পারেনি৷ ২২ নভেম্বর যে চিঠিটি রাজ্যপালের কাছে জমা দেন অজিত পাওয়ার, সেই চিঠিতে ৫৪ জন বিধায়কের সই রয়েছে৷'
advertisement
advertisement
advertisement