Medicine Price hike: এই ১৬টি জরুরি ওষুধের দাম বাড়তে পারে! পকেটে বাড়তি চাপ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Medicine Price hike: এই ১৬টি জরুরি ওষুধের দাম বাড়তে পারে ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত।
advertisement
advertisement
অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড ডিসট্রিবিউটর ফেডারেশন-এর সভাপতি কৈলাশ গুপ্তা জানিয়েছেন, সরকারের ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রসেসিং অথরিটি একটি রেগুলেটরি এজেন্সি। যারা সময়ে সময়ে দেশের ফার্মাসিউটিক্যাল ড্রাগস-এর দাম নির্ধারণ করে। যার জন্যই আবশ্যিক ওষুধের একটি তালিকা তৈরি করা হয়েছে। আর এই তালিকায় থাকা ওষুধের প্রাইস ক্যাপিং করে দেওয়া হয়।
advertisement
advertisement
এবার দেখা যাক কোনও ওষুধগুলির দাম বাড়তে পারে। Alteplase (clot buster), Atenolol (anti-hypertension), Bleaching Powder, Cetrimide (antiseptic), Erythromycin (antibiotic), Ethinylestradiol+Norethisterone (birth control), Ganciclovir (antiviral), Lamivudine+Nevirapine+Stavudine (antiretroviral), Leflunomide (antirheumatic), Nicotinamide (Vitamin-B), Pegylated interferon alfa 2a, Pegylated interferon alfa 2b (antiviral), Pentamidine (antifungal), Prilocaine+Lignocaine (anesthetic), Rifabutin (antibiotic), Stavudine+Lamivudine (antiretroviral), Sucralfate (anti-ulcer). এই ওষুধগুলি জরুরি ওষুধের তালিকা থেকে সরলেও দাম হয়তো এখনই বাড়বে না। বছরখানেক পর থেকে দাম বাড়তে পারে।