মাধ্যমিক শেষ হতেই উল্লাস! ৭ নাবালক মিলে ১২ বছরের কিশোরীকে গণধর্ষণ করে ঝুলিয়ে দিল গাছে!
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
• এর কোনও শেষ নেই ৷ সংবাদপত্রের পাতায় এত বিতর্ক, নিন্দা, সমালোচনা, শাস্তি, ধিক্কার দেখেও বদলাচ্ছে না ধর্ষকদের চেহারাটা ৷ কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, সর্বত্র একই ছবি ৷ দেশের সর্বত্র, প্রতিনিয়ত ধর্ষিত হতে হচ্ছে মেয়েদের ৷ মৌন মিছিল, প্রতিবাদ, আইন-আদালতেও সমাজ যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়েছে ৷ প্রতীকী চিত্র ৷