Rath Yatra 2024: ছোট্ট আমেই ফুটে উঠল জগন্নাথ, বলরাম, সুভদ্রা! শিক্ষকের কীর্তিতে অবাক সকলে

Last Updated:
Rath Yatra 2024: রবিবার রথযাত্রা উৎসবে সামিল হবেন গোটা দেশবাসী। তার আগে আমের মধ্যেই ফুটিয়ে তোলা হল জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রাকে।
1/5
রবিবার রথযাত্রা উৎসবে সামিল হবেন গোটা দেশবাসী। তার আগে আমের মধ্যেই ফুটিয়ে তুললেন জগন্নাথ দেব, বলভদ্র ও মাতা সুভদ্রাকে।
রবিবার রথযাত্রা উৎসবে সামিল হবেন গোটা দেশবাসী। তার আগে আমের মধ্যেই ফুটিয়ে তুললেন জগন্নাথ দেব, বলভদ্র ও মাতা সুভদ্রাকে।
advertisement
2/5
মুর্শিদাবাদ ও মালদা জেলার বিখ্যাত আমের চাষ ।আর সেই আম চাষকে গুরুত্ব দিয়েই এবার আমের মধ্যেই ফুটে উঠল জগন্নাথ-বলরাম-সুভদ্রা।
মুর্শিদাবাদ ও মালদা জেলার বিখ্যাত আমের চাষ ।আর সেই আম চাষকে গুরুত্ব দিয়েই এবার আমের মধ্যেই ফুটে উঠল জগন্নাথ-বলরাম-সুভদ্রা।
advertisement
3/5
পেশায় শিক্ষক ড. সায়ন্তন মজুমদার তিনি নিজে হাতে ফুটিয়ে তুলেছেন এই কারুকার্য। রথযাত্রার আগে জগন্নাথ দেব ফুটিয়ে তুলেছেন। যা নজর কাড়ছে নেটিজেনদের।
পেশায় শিক্ষক ড. সায়ন্তন মজুমদার তিনি নিজে হাতে ফুটিয়ে তুলেছেন এই কারুকার্য। রথযাত্রার আগে জগন্নাথ দেব ফুটিয়ে তুলেছেন। যা নজর কাড়ছে নেটিজেনদের।
advertisement
4/5
এর আগে রথের সময় সাবানের অভিনব জগন্নাথ-বলরাম-সুভদ্রা মূর্তি তৈরি করেছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক-গবেষক ড.সায়ন্তন মজুমদার।
এর আগে রথের সময় সাবানের অভিনব জগন্নাথ-বলরাম-সুভদ্রা মূর্তি তৈরি করেছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক-গবেষক ড.সায়ন্তন মজুমদার।
advertisement
5/5
যদিও তার এই কর্মকান্ড খুশি পরিবারের অন্যান্য সদস্যরাও। পেশায় শিক্ষক, ডঃ সায়ন্তন মজুমদার তার কথায়, আমি নিজস্ব চিন্তা ভাবনা থেকে মুর্শিদাবাদ জেলার বিখ্যাত আমের মধ্যে তৈরি করেছি জগন্নাথ বলভদ্র ও সুভদ্রাকে।
যদিও তার এই কর্মকান্ড খুশি পরিবারের অন্যান্য সদস্যরাও। পেশায় শিক্ষক, ডঃ সায়ন্তন মজুমদার তার কথায়, আমি নিজস্ব চিন্তা ভাবনা থেকে মুর্শিদাবাদ জেলার বিখ্যাত আমের মধ্যে তৈরি করেছি জগন্নাথ বলভদ্র ও সুভদ্রাকে।
advertisement
advertisement
advertisement