Travel News: কোণায় কোণায় রহস্য, 'এই' জঙ্গলেই হয়েছে দেবের 'রঘু ডাকাত' সিনেমার শ্যুটিং, ছুটিতে ঢুঁ মারতে পারেন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Travel News: ঘন সবুজে ঢাকা, নীরব অথচ জীবন্ত এই জঙ্গলের সৌন্দর্য এতটাই মোহময় যে প্রথম দেখাতেই মন কেড়ে নেবে। দেব, অঙ্কুশ-সহ বহু অভিনেতাই গিয়েছেন 'এই' জঙ্গলে, আপনিও ঘুরে আসতে পারেন ছুটিতে।
advertisement
advertisement
advertisement
advertisement
আদুরিয়া জঙ্গল ঘুরতে এলে আশপাশে আরও কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, যেগুলি ভ্রমণকে আরও সমৃদ্ধ করে। ইতিহাসে ভরা কালিকাপুর রাজবাড়ি, রহস্যে ঘেরা ভালকী মাচান এবং গ্রামীণ বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, সবই কাছাকাছি। তাই একদিনের জন্য ঘুরতে চাইলে আদুরিয়া জঙ্গল শুধু মনকে নয়, ক্যামেরার মেমোরিও ভরে দেবে অসংখ্য রঙিন স্মৃতিতে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
