Knowledge Story: ঠকঠক করে কাঠ ঠুকরে চলেছে সারাদিন, তারপরও ঠোঁট ভাঙে না কেন এই পাখির?
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
এই পাখি সর্বশক্তি ব্যয় করে ঠোঁট দিয়ে কাছে আঘাত করে গাছের বাকল, কান্ড ছিদ্র করলেও এর মাথায় কোন আঘাত লাগে না। শক্ত গাছের মিনিটে প্রায় ১০০ বারের বেশি এবং দিনে প্রায় ১০ হাজারের বারেরও বেশি ঠোকর দেওয়ার ক্ষমতা রাখে কাঠঠোকরা।
এক বিস্ময়কর পাখি কাঠঠোকরা, জানুন এর অবাক করা বৈশিষ্ট্য। বিশ্বে দশ হাজার প্রজাতির পাখি আছে এর মধ্যে ভিন্ন প্রকৃতির বৈশিষ্ট্যযুক্ত পাখি হলকাঠঠোকরা। এই পাখি সর্বশক্তি ব্যয় করে ঠোঁট দিয়ে কাছে আঘাত করে গাছের বাকল, কান্ড ছিদ্র করলেও এর মাথায় কোন আঘাত লাগে না। শক্ত গাছের মিনিটে প্রায় ১০০ বারের বেশি এবং দিনে প্রায় ১০ হাজারের বারেরও বেশি ঠোকর দেওয়ার ক্ষমতা রাখে কাঠঠোকরা।
advertisement
advertisement
advertisement
advertisement
কাঠঠোকরার ক্ষেত্রে এই হাড়টির অবস্থান উপরের চঞ্চুতে অবস্থিত নাসারন্ধের মধ্যে। হায়য়েড হাঁড় থেকে শুরু হয়ে চক্ষু অঞ্চলে এসে এটি দুটি ভাগে ভাগ হয়ে ভি আকৃতি নিয়ে মাথার খুলির চারপাশ সম্পূর্ণ আবৃত করে নিচের চঞ্চুতে এসে আবার মিলিত হয়। যার ফলে এদের জিহ্বার দৈর্ঘ এদের ঠোটের তুলনায় অনেক বড় হয়। এটির সাহায্য গাছের মধ্যে থাকার যে কোন পোকা দূর থেকে টেনে খেতে সাহায্য করে।
advertisement
advertisement