Winter Purulia Tour: পুরুলিয়ার এই গ্রাম যেন এক টুকরো বিদেশ, রং-তুলির টানে অপরূপ সৌন্দর্য্য, শীতে যাবেন নাকি?
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Purulia News: রং তুলির জাদুতে সেজে উঠেছে অযোধ্যার আদিবাসী জনপদ ,আপ্লুত পর্যটকেরা! অপরূপ সাজে সেজে উঠেছে অযোধ্যার আদিবাসী জনপদ, ছুটে আসছেন পর্যটকরা!
advertisement
advertisement
এই সময় অযোধ্যা পাহাড়ের গ্রাম গুলির দেখে মনে হয় এক টুকরো ক্যানভাস। প্রতিবছর সহরাই ও বাঁদনা পরবের প্রাক্কালে মাটির বাড়ির দেওয়াল বাহারি নকশায় সাজাতে ব্যস্ততা দেখা যায় অযোধ্যা পাহাড়ের আদিবাসী গ্রাম গুলিতে।এ বিষয়ে অযোধ্যা পাহাড়ের বাসিন্দা অখিল সিং সর্দার বলেন , প্রতিবছর এই সময় আমরা নিজেদের ঘরবাড়ি গুলি রং তুলি দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলি। আমরা যারা আদিবাসী , সাঁওতাল সম্প্রদায়ের মানুষ তাদের কাছে এই সময়টা বিরাট উৎসবের মত করে কাটে। তাই এই পাহাড়ের প্রায় প্রতিটি আদিবাসী গ্রাম সুন্দর নকশায় সেজে ওঠে। (Photo-Facebook)
advertisement
এ বিষয়ে অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসা পর্যটক সৌমেন মণ্ডল বলেন , প্রতিবছরই বাঁদনা ও সহরাই পার হবার পর অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসি এ বছরও এসেছি। দারুণপরিবেশ রয়েছে অযোধ্যা পাহাড়ে। চারিদিক খুব সুন্দর করে সেজে উঠেছে। যদিও পর্যটকদের বিরাট ভিড় নেই। কিন্তু এই গ্রামগুলি দেখে মন ভরে যাচ্ছে। (Photo-Facebook)
advertisement