Viral| মোবাইল ফোন ছাড়বেন না, তাই বরকেই ছেড়ে দিলেন যুবতী! খবর ভাইরাল হতেই তাজ্জব নেটদুনিয়া

Last Updated:
Viral| ফোন যে তার কাছে সবথেকে প্রিয়, এমনকী স্বামীর থেকেও...
1/6
বর্তমান জীবনে ফোন যেন এক অবিচ্ছেদ্য অঙ্গ৷ ফোন ছাড়া এক পা-ও চলার কথা ভাবা যায় না৷
বর্তমান জীবনে ফোন যেন এক অবিচ্ছেদ্য অঙ্গ৷ ফোন ছাড়া এক পা-ও চলার কথা ভাবা যায় না৷
advertisement
2/6
স্মার্ট ফোনের দৌলতে যেন আমূল বদলে গেছে দুনিয়া৷ আট থেকে আশি- সবার হাতেই স্মার্ট ফোন৷
স্মার্ট ফোনের দৌলতে যেন আমূল বদলে গেছে দুনিয়া৷ আট থেকে আশি- সবার হাতেই স্মার্ট ফোন৷
advertisement
3/6
স্মার্ট ফোনের কারণে মানুষ মানুষের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন৷ ভিড়ের মাঝে থেকেও আজ যেন একা মানুষ৷ বিচ্ছিন্ন বাকি সবার থেকে৷
স্মার্ট ফোনের কারণে মানুষ মানুষের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন৷ ভিড়ের মাঝে থেকেও আজ যেন একা মানুষ৷ বিচ্ছিন্ন বাকি সবার থেকে৷
advertisement
4/6
কিন্তু স্বামী আর ফোনের মধ্যে যে ফোনকে বেছে নেবেন যুবতী, তা বোধ হয় কেউ ভাবতে পারেনি৷ এমনই ঘটনা ঘটেছে গাজিয়াবাদে৷
কিন্তু স্বামী আর ফোনের মধ্যে যে ফোনকে বেছে নেবেন যুবতী, তা বোধ হয় কেউ ভাবতে পারেনি৷ এমনই ঘটনা ঘটেছে গাজিয়াবাদে৷
advertisement
5/6
স্বামীর অভিযোগ, স্ত্রী সারাদিনই ফোন নিয়ে বসে থাকতেন৷ ঘণ্টার পর ঘণ্টা আলাপচারিতা করতেন বোন ও পরিবারের বাকিদের সঙ্গে৷
স্বামীর অভিযোগ, স্ত্রী সারাদিনই ফোন নিয়ে বসে থাকতেন৷ ঘণ্টার পর ঘণ্টা আলাপচারিতা করতেন বোন ও পরিবারের বাকিদের সঙ্গে৷
advertisement
6/6
রেগে গিয়ে স্বামী ঠিক করেন স্মার্ট ফোনের বদলে স্ত্রীকে একটা কীপ্যাড ফোন কিনে দেবেন৷ একথা জেনেই তড়িঘড়ি বাপের বাড়ি চলে যান ওই মহিলা৷ স্বামী প্রতিবাদ করায় স্বামীর ঘর ছেড়ে চলে যান তিনি৷ সাফ জানিয়ে দেন, যদি ছাড়তেই হয়, তাহলে স্বামীকে ছাড়বেন৷
রেগে গিয়ে স্বামী ঠিক করেন স্মার্ট ফোনের বদলে স্ত্রীকে একটা কীপ্যাড ফোন কিনে দেবেন৷ একথা জেনেই তড়িঘড়ি বাপের বাড়ি চলে যান ওই মহিলা৷ স্বামী প্রতিবাদ করায় স্বামীর ঘর ছেড়ে চলে যান তিনি৷ সাফ জানিয়ে দেন, যদি ছাড়তেই হয়, তাহলে স্বামীকে ছাড়বেন৷
advertisement
advertisement
advertisement