Healthy Lifestyle: হোটেল রুমে কিছু কাজ ভুলেও করবেন না, আগে দেখে নিন সব দিক, নইলে বিপদ

Last Updated:
Health Care: স্বাস্থ্য পরিচর্যা: পাঁচতারা হোটেলে গেলেও টয়লেট ফ্লাশ করতে হবে কেন? 
1/7
কিছু বেড়াতে গেলে  হোটেলে থাকার হয়৷ কিন্তু হোটেলের রুমে চেক ইন করে কিছু জিনিস একেবারে অতি অবশ্যই দেখে নেওয়া উচিত৷ নইলে হঠাৎ করেই শরীর খারাপ হয়ে যেতে পারে একটি হোটেল রুমে চেক ইন করলে দরজা, বিছানা, টয়লেট, পানীয়ের গ্লাস এবং ইমার্জেন্সি এক্সিট চেক করা উচিত।
কিছু বেড়াতে গেলে  হোটেলে থাকার হয়৷ কিন্তু হোটেলের রুমে চেক ইন করে কিছু জিনিস একেবারে অতি অবশ্যই দেখে নেওয়া উচিত৷ নইলে হঠাৎ করেই শরীর খারাপ হয়ে যেতে পারে একটি হোটেল রুমে চেক ইন করলে দরজা, বিছানা, টয়লেট, পানীয়ের গ্লাস এবং ইমার্জেন্সি এক্সিট চেক করা উচিত।
advertisement
2/7
যখনই আমরা বেড়াতে যাই আমরা সাধারণত হোটেলেই থাকি। সারাদিন ঘোরাঘুরির পর ক্লান্ত হয়ে হোটেলে পৌঁছলে অনেকেই যে কাজটি করেন তা হল নিজেদের প্রিয় ড্রিঙ্ক ও খাবারের অর্ডার দেওয়া এবং খাওয়া।
যখনই আমরা বেড়াতে যাই আমরা সাধারণত হোটেলেই থাকি। সারাদিন ঘোরাঘুরির পর ক্লান্ত হয়ে হোটেলে পৌঁছলে অনেকেই যে কাজটি করেন তা হল নিজেদের প্রিয় ড্রিঙ্ক ও খাবারের অর্ডার দেওয়া এবং খাওয়া।
advertisement
3/7
যত বিলাসবহুল হোটেলেই থাকুন না কেন নিজের  স্বাস্থ্যের জন্য কিছু পদক্ষেপ   নেওয়া খুবই জরুরি। তাই প্রথমে হোটেল রুমের দরজা, বিছানা, টয়লেট, ড্রিংকিং গ্লাস, ইমার্জেন্সি এক্সিট চেক করা উচিত।
যত বিলাসবহুল হোটেলেই থাকুন না কেন নিজের  স্বাস্থ্যের জন্য কিছু পদক্ষেপ   নেওয়া খুবই জরুরি। তাই প্রথমে হোটেল রুমের দরজা, বিছানা, টয়লেট, ড্রিংকিং গ্লাস, ইমার্জেন্সি এক্সিট চেক করা উচিত।
advertisement
4/7
হোটেলের রুমে প্রবেশের পর প্রথমে টয়লেট ফ্লাশ করতে হবে। একাধিক টয়লেটের ফ্লাশ সিস্টেমে দুটি আলাদা আলাদা ফ্লাশ বোতাম দেওয়া হয়৷   দুটি আলাদা ফ্লাশ বটন দুটি আলাদা মাপের জল ছাড়ে৷ ছোট বোতাম দিয়ে ফ্লাশ করলে কম জল বার হয়৷
হোটেলের রুমে প্রবেশের পর প্রথমে টয়লেট ফ্লাশ করতে হবে। একাধিক টয়লেটের ফ্লাশ সিস্টেমে দুটি আলাদা আলাদা ফ্লাশ বোতাম দেওয়া হয়৷   দুটি আলাদা ফ্লাশ বটন দুটি আলাদা মাপের জল ছাড়ে৷ ছোট বোতাম দিয়ে ফ্লাশ করলে কম জল বার হয়৷
advertisement
5/7
হোটেলের অতিথিদের জন্য কয়েকটি টিপস: হোটেলের ঘরে যে পানীয়ের গ্লাসটি রাখা থাকে তা গরম জল ও সাবান দিয়ে ধুয়ে নিন তারপর ব্যবহার করুন৷
হোটেলের অতিথিদের জন্য কয়েকটি টিপস: হোটেলের ঘরে যে পানীয়ের গ্লাসটি রাখা থাকে তা গরম জল ও সাবান দিয়ে ধুয়ে নিন তারপর ব্যবহার করুন৷
advertisement
6/7
হোটেলে থাকা অতিথিদের জন্য হোটেল থেকে সফট ড্রিংক্স এবং মদ পাওয়া যায়। যে  বোতলে ড্রিঙ্কস আসে তাতে অনেকেই অসভ্যতা করে৷ এমনকি ঢাকনা খুলে তাতে প্রস্রাব ভরে বন্ধ করে রাখে৷ তাই এটাও ভাল করে পরীক্ষা করুন। হোটেল রুমের দরজার তালাও চেক করুন। অন্য কোন চাবি যেন ঘরের দরজা খুলতে না পারে সেদিকে খেয়াল রাখুন।
হোটেলে থাকা অতিথিদের জন্য হোটেল থেকে সফট ড্রিংক্স এবং মদ পাওয়া যায়। যে  বোতলে ড্রিঙ্কস আসে তাতে অনেকেই অসভ্যতা করে৷ এমনকি ঢাকনা খুলে তাতে প্রস্রাব ভরে বন্ধ করে রাখে৷ তাই এটাও ভাল করে পরীক্ষা করুন। হোটেল রুমের দরজার তালাও চেক করুন। অন্য কোন চাবি যেন ঘরের দরজা খুলতে না পারে সেদিকে খেয়াল রাখুন।
advertisement
7/7
হোটেলের আরেকটি সাধারণ সমস্যা হল ছারপোকা। ঠিকমতো বিছানা পরীক্ষা না করলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও, হোটেল রুমে চেক ইন করার সময় ফায়ার এক্সিটের খোঁজও নিয়ে রাখুন৷
হোটেলের আরেকটি সাধারণ সমস্যা হল ছারপোকা। ঠিকমতো বিছানা পরীক্ষা না করলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও, হোটেল রুমে চেক ইন করার সময় ফায়ার এক্সিটের খোঁজও নিয়ে রাখুন৷
advertisement
advertisement
advertisement