Sleep talking disorder: ঘুমের মধ্যে কথা বলেন? অভ্যাস বলে এড়িয়ে যাবেন না, সমস্যার আসল কারণ চমকে দেবে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
ঘুমের মধ্যে বকবক করাকে বেশিরভাগ সকলেই কোনও সমস্যা বলে ভাবেন না৷ কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা৷ ঘুমের মধ্যে বকবকের অভ্যাস থাকলে তা এড়িয়ে যাওয়া মোটেই উচিত নয়৷
ঘুমের মধ্যে কথা বলার অভ্যেস অনেকেরই থাকে৷ যিনি কথা বলছেন তাঁর নিজের ঘুমের সমস্যা না হলেও অনেক সময় এটি পাশে ঘুমোতে থাকা ব্যক্তির ঘুমের ব্যাঘাতের কারণ হয়৷ বেশিরভাগ সকলেই অবশ্য এটিকে নেহাত এক অভ্যেস বলেই এড়িয়ে যান৷ ঘুমের মধ্যে বকবক করাকে কোনও সমস্যা বলে ভাবেন না৷ কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা৷ ঘুমের মধ্যে বকবকের অভ্যাস থাকলে তা এড়িয়ে যাওয়া মোটেই উচিত নয়৷ দুর্বলতা এবং স্ট্রেস থেকেই ঘুমের মধ্যে কথা বলেন মানুষ৷
advertisement
advertisement
ঘুমের মধ্যে কথা বলার সমস্যাকে প্যারাসমনিয়া বলে। এর অর্থ ঘুমের সময় অস্বাভাবিক আচরণ করা। সাধারণত দেখা গেছে, কেউ কেউ ঘুমের মধ্যে ৩০ সেকেন্ড কথা বলে, আবার কেউ কেউ তার চেয়েও বেশি। ঘুমের মধ্যে কথা বলা কোনওভাবেই ক্ষতিকর নয়৷ তবে এটি অবশ্যই ঘুমের ব্যাধি বা শারীরিক সমস্যার দিকে নির্দেশ করে। একে REM বা ব়্যপিড আই মুভমেন্ট স্লিপ বিহেভিয়ার ডিসঅর্ডারও বলা হয়৷
advertisement
কখনও কখনও দেখা যায় ঘুমের মধ্যে মানুষ চিৎকার চেঁচামেচিও করেন৷ এক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত৷ কারণ ভবিষ্যতে এটি ডিমেনশিয়া বা পার্কিনসনের মতো রোগের কারণও হতে পারে৷ যখন মানুষ ঘুমের মধ্যে স্বপ্ন দেখে তাকে আরইএম ঘুম বলে৷ অনেক সময় মানসিক চাপ, স্বাস্থ্য সমস্যা, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকেও এই সমস্যা হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement