বেশি মদ খেলেই কেন হেঁচকি শুরু হয়? চিকিৎসকদের ব্যাখ্যা শুনলে অবাক হবেন

Last Updated:
চিকিৎসকদের মতে, এটি মোটেই সিনেমার অতিরঞ্জন নয়; বরং দেহের এক প্রাকৃতিক প্রতিক্রিয়া বা রিফ্লেক্স। অ্যালকোহল শরীরে প্রবেশ করলে যে কয়েকটি রিফ্লেক্স দেখা যায়, তার মধ্যে অন্যতম হল ঘন ঘন হেঁচকি।
1/7
অ্যালকোহলকে লিভারের সবচেয়ে বড় শত্রু হিসেবে বিবেচনা করা হয়। অ্যালকোহল লিভারের কোষগুলিকে ক্ষতিগ্রস্ত করে এবং তাদের পুনরুদ্ধারে বাধা দেয়। ক্রমাগত মদ্যপানের ফলে অ্যালকোহলিক ফ্যাটি লিভার, হেপাটাইটিস এবং লিভার সিরোসিসের মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত মদ্যপান লিভার এবং অন্যান্য অঙ্গগুলির ক্ষতি করতে পারে। যদি আপনি অ্যালকোহল পান করেন, তাহলে তা সম্পূর্ণরূপে বন্ধ করে দিন অথবা আপনার গ্রহণ সীমিত করুন।
বন্ধু বা সহকর্মীদের সঙ্গে আড্ডায় বসলে অনেকেই সামান্য মদ্যপান করেন, আর বিশেষ উপলক্ষ এলে সেই মাত্রা আরও বেড়ে যায়।
advertisement
2/7
ফাইল ছবি
অতিরিক্ত মদ্যপানের পর কেউ বেসামাল হয়ে পড়েন, কারও আবার কথায় জড়তা আসে, তোতলানি শুরু হয় কিংবা হেঁচকি ওঠে বারবার। হিন্দি ও বাংলা সিনেমায় এমন দৃশ্য প্রায়ই দেখা যায়। কিন্তু আসলে কেন মদ্যপানের পর হেঁচকি উঠে—জানেন কি?
advertisement
3/7
রাজ্যে বাড়তে চলেছে মদের দাম। ডিসেম্বর থেকে আর পুরনো দামে পাওয়া যাবে না মদ। নতুন দাম ধার্ষ করা হবে। ইতিমধ্যে আফগারি দফতরের তরফে বিক্রেতাদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে খবর।
চিকিৎসকদের মতে, এটি মোটেই সিনেমার অতিরঞ্জন নয়; বরং দেহের এক প্রাকৃতিক প্রতিক্রিয়া বা রিফ্লেক্স। অ্যালকোহল শরীরে প্রবেশ করলে যে কয়েকটি রিফ্লেক্স দেখা যায়, তার মধ্যে অন্যতম হলো ঘন ঘন হেঁচকি।
advertisement
4/7
জানা যাচ্ছে, ডিস্ট্রিবিউটর, হোল সেলারদের নির্দেশ দেওয়া হয়েছে, ৩০ নভেম্বরের মধ্যে যতটা সম্ভব পুরনো দামে স্টক বিক্রি করে দিতে। তবে তার পরেও যে মদ বিক্রি করা সম্ভব হবে না, সেগুলি নতুন দামের আওতায় আনা হবে। নতুন মূল্যের স্টিকার লাগাতে হবে বাধ্যতামূলকভাবে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অল্প সময়ে অনেকটা অ্যালকোহল পেটে গেলে পাকস্থলীর আকার বেড়ে যায়। এতে ভেগাস নাভে চাপ পড়ে এবং স্নায়ুটি বিভ্রান্ত হয়ে পড়লে হেঁচকি উঠতে শুরু করে। একই সঙ্গে, অতিরিক্ত অ্যালকোহল পাকস্থলীতে গ্যাস্ট্রিক অ্যাসিড ক্ষরণ বাড়িয়ে দেয়, যার ফলে পাকস্থলীর আস্তরণে প্রদাহ তৈরি হয়—এটিও হেঁচকির একটি বড় কারণ।
advertisement
5/7
হুইস্কি, রাম, জিন, ভদকা-সহ অন্য মদের দাম বাড়ছে। তবে বিয়ার পাবেন পুরনো মূল্যেই। আগের MRP-তেই বিয়ারের বোতল, ক্যান কিনতে পারবেন গ্রাহকরা।
তাহলে কি সব ধরনের অ্যালকোহলেই এমন হয়?চিকিৎসকদের মতে, সব পানীয় তা ঘটায় না। যেসব অ্যালকোহল বা পানীয়তে কার্বন ডাই-অক্সাইড বা গ্যাসীয় বুদবুদ বেশি থাকে—যেমন বিয়ার বা কার্বনেটেড ড্রিঙ্ক—এসব পান করলে হেঁচকি ওঠার সম্ভাবনা বেশি।
advertisement
6/7
ভারতে অ্যালকোহল শিল্পের অন্যতম দিকপাল হিসেবে পরিচিত এই সংস্থার কর ফাঁকি নিয়ে এখন বড়সড় বিতর্ক শুরু হয়েছে। যেখানে একদিকে কোটি কোটি টাকার লাভ, সেখানে দুই দশক ধরে কর না দেওয়ায় স্থানীয় প্রশাসন ক্ষুব্ধ। বিশেষ করে যেহেতু এই সংস্থাটি ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন, তাই কর না মেটানোর কারণে তার উপর প্রশাসনিক ব্যবস্থা বিশেষ নজর কেড়েছে।
এছাড়া অতিরিক্ত শক্তিশালী স্পিরিটযুক্ত হুইস্কি বা ভদকাও একই সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে খালি পেটে এসব পান করলে পাকস্থলী দ্রুত ফুলে ওঠে এবং হেঁচকির মতো অস্বস্তি দেখা দেয়।
advertisement
7/7
Disclaimer: এই খবরের মধ্যে দেওয়া ওষুধ/স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রাপ্ত। এটি সাধারণ তথ্য এবং ব্যক্তিগত পরামর্শ নয়। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও কিছু ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে। নিউজ18 বাংলা কোনও ব্যবহারে ক্ষতির জন্য দায়ী থাকবে না।
Disclaimer: এই খবরের মধ্যে দেওয়া ওষুধ/স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রাপ্ত। এটি সাধারণ তথ্য এবং ব্যক্তিগত পরামর্শ নয়। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও কিছু ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে। নিউজ18 বাংলা কোনও ব্যবহারে ক্ষতির জন্য দায়ী থাকবে না।
advertisement
advertisement
advertisement