Drowsiness After Breakfast: জলখাবার খাওয়ার পরেই ঘুমে চোখ জুড়িয়ে আসে? কীসের লক্ষণ জানেন কী? আগেই সাবধান হন
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
জলখাবার খাওয়ার পরেই ঘুমে চোখ জুড়িয়ে আসে? এই ঘুম থেকে উঠলেন, আবার ঘুম? জানেন কেন হচ্ছে এরকম? দুপুরে ভাত খাওয়ার পর ঘুম পাওয়ার বিষয়টির সঙ্গে অনেকেই পরিচিত। ভাতঘুম অনেকের খুব প্রিয়ও। কিন্তু সকালের খাবার খেয়েও কেন ঘুম পায়?
advertisement
রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়াসকালের জলখাবারে পাউরুটি, সিরিয়ালস, ওট্স থাকে অনেকেরই। এই খাবারগুলিতে চিনির পরিমাণ অনেক বেশি। ফলে খালি পেটে এগুলি খাওয়ার ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। রক্তে গ্লুকোজের মাত্রাও বেড়ে যায়। এই কারণে শরীর ভিতর থেকে দুর্বল হয়ে পড়ে। ঘুম পাওয়ার কারণ অনেক সময়েই তা-ই।
advertisement
advertisement
আমেরিকার জনপ্রিয় পুষ্টিবিদ ডেবোরা উইদারস্পুন জানান, জলখাবার খাওয়ার পরে ঘুম পাওয়ার মূল কারণ খাবারের ধরণ বা ফুড হ্যাবিট। এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার অন্য খাবারের তুলনায় বেশি ভরিয়ে রাখে। গবেষণায় দেখা গিয়েছে কেউ কেউ খাওয়ার পর ক্লান্তি অনুভব করেন, কারণ শরীর বেশি সেরোটোনিন তৈরি করছে। সেরোটোনিন একটি রাসায়নিক যা মেজাজ এবং ঘুমের চক্র নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement