কলপ, ডাই, রং ছাড়ুন...! এই প্রাকৃতিক 'জিনিস' দিয়েই কুচকুচে কালো হবে 'সাদা' চুল, ৩০ দিনেই দেখুন তফাৎ, অবাক হবে আয়নাও
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
White Hair Tips: ঠাকুমা দিদিমাদের আমলে তো আর ডাই ছিল না! তাই তাদের ভরসার এমন একটি প্রাকৃতিক উপাদানের রেমেডি বলে দেব আজ এই প্রতিবেদনে যা সাদা চুল নিমেষে কালো করতে পারে ন্যাচারালি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আসলে আজকাল বেশিরভাগ মানুষই অল্প বয়সে চুল পাকার সমস্যায় ভুগছেন। বেশিরভাগ মানুষই পাকা চুল ঢাকতে রাসায়নিক ব্যবহার করেন। কিন্তু এই ধরণের রাসায়নিক ডাই স্বাস্থ্যের পাশাপাশি চুলের জন্যও ক্ষতিকর। তবে চাইলে ঘরেই হলুদের সাহায্যে সাদা চুল প্রাকৃতিক ভাবে কালো করা যায়। আসুন জেনে নিই রান্নাঘরের হলুদ কীভাবে চুল কালো করতে পারে।
advertisement
advertisement
এভাবে চুলে রঙ করুন:প্রথমে ২ থেকে ৪ চামচ হলুদের গুঁড়ো নিন। এরপর এই গুঁড়োটি একটি প্যানে গরম করুন। হলুদ ফ্রাই করার পর সেটি একটি পাত্রে রাখুন। এবার এই হলুদে কফি পাউডার মিশিয়ে দিন। এরপর এই মিশ্রণে দিয়ে দিন অ্যালোভেরা জেল। এবার নারকেল তেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি চুলে লাগান। এক ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন।
advertisement
advertisement
দাবিত্যাগ: প্রিয় পাঠক, এই প্রতিবেদনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। শুধুমাত্র আপনাদের সচেতন করার উদ্দেশ্যেই এই খবরটি লেখা হয়েছে। এটি লেখার জন্য আমরা সাধারণ তথ্যের সাহায্য নিয়েছি। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।
