কলপ, ডাই, রং ছাড়ুন...! এই প্রাকৃতিক 'জিনিস' দিয়েই কুচকুচে কালো হবে 'সাদা' চুল, ৩০ দিনেই দেখুন তফাৎ, অবাক হবে আয়নাও

Last Updated:
White Hair Tips: ঠাকুমা দিদিমাদের আমলে তো আর ডাই ছিল না! তাই তাদের ভরসার এমন একটি প্রাকৃতিক উপাদানের রেমেডি বলে দেব আজ এই প্রতিবেদনে যা সাদা চুল নিমেষে কালো করতে পারে ন্যাচারালি।
1/13
আজকাল অকালে চুল পেকে যাওয়া এক সাধারণ সমস্যা হয়ে উঠেছে। বর্তমান যুগে দ্রুত জীবনে আলাদা করে সেদিকে নজর দেওয়ারও সময় থাকে না অনেকের। অথচ পাকা চুলের জন্য বয়সের ছাপ পড়তে থাকে চেহারায়।
আজকাল অকালে চুল পেকে যাওয়া এক সাধারণ সমস্যা হয়ে উঠেছে। বর্তমান যুগে দ্রুত জীবনে আলাদা করে সেদিকে নজর দেওয়ারও সময় থাকে না অনেকের। অথচ পাকা চুলের জন্য বয়সের ছাপ পড়তে থাকে চেহারায়।
advertisement
2/13
অনেক সময়ই শরীরে নানা পুষ্টির অভাব, অনিয়মিত জীবনযাপন ইত্যাদি নানা কারণে চুল ধূসর, বিবর্ণ হতে থাকে। আর সাদা চুল ঢাকতে অনেকেই শরণাপন্ন হন বিউটিশিয়ানের। কিন্তু পার্লারের নামী দামি প্রোডাক্ট ও ডাই রাসায়নিক ভর্তি। তাই এতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থেকেই যায়।
অনেক সময়ই শরীরে নানা পুষ্টির অভাব, অনিয়মিত জীবনযাপন ইত্যাদি নানা কারণে চুল ধূসর, বিবর্ণ হতে থাকে। আর সাদা চুল ঢাকতে অনেকেই শরণাপন্ন হন বিউটিশিয়ানের। কিন্তু পার্লারের নামী দামি প্রোডাক্ট ও ডাই রাসায়নিক ভর্তি। তাই এতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থেকেই যায়।
advertisement
3/13
অনেকেরই আবার কেমিক্যালে বাড়ে নানা শারীরিক সমস্যা। এই পরিস্থিতিতে প্রাকৃতিক কোনও সমাধান খুঁজতে থাকেন তাঁরা। আপনিও কি এমন সমস্যায় ভুগছেন? তাহলে চটপট পড়ে ফেলুন এই প্রতিবেদনটি।
অনেকেরই আবার কেমিক্যালে বাড়ে নানা শারীরিক সমস্যা। এই পরিস্থিতিতে প্রাকৃতিক কোনও সমাধান খুঁজতে থাকেন তাঁরা। আপনিও কি এমন সমস্যায় ভুগছেন? তাহলে চটপট পড়ে ফেলুন এই প্রতিবেদনটি।
advertisement
4/13
পাকা চুল সম্পর্কে আয়ুর্বেদ কী বলে?আয়ুর্বেদ অনুসারে, তিনটি দোষ, বাত, কফ এবং পিত্ত, শরীরের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। পরিবেশ, ভূগোল এবং প্রাকৃতিক জেনেটিক্সের উপর নির্ভর করে, প্রতিটি ব্যক্তির মধ্যে এই তিনটি দোষের প্রভাব আলাদা।
পাকা চুল সম্পর্কে আয়ুর্বেদ কী বলে?আয়ুর্বেদ অনুসারে, তিনটি দোষ, বাত, কফ এবং পিত্ত, শরীরের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। পরিবেশ, ভূগোল এবং প্রাকৃতিক জেনেটিক্সের উপর নির্ভর করে, প্রতিটি ব্যক্তির মধ্যে এই তিনটি দোষের প্রভাব আলাদা।
advertisement
5/13
 "আয়ুর্বেদে 'অকাল পালিত্য' নামে পরিচিত অকাল পেকে যাওয়া, পিত্ত-বাত দোষের ব্যাঘাতের ফলাফল। পিত্ত দোষের একটি উপপ্রকার, ভ্রজক পিত্ত, আপনার চুল, ত্বকের রঙ এবং রঙের জন্য দায়ী।"
"আয়ুর্বেদে 'অকাল পালিত্য' নামে পরিচিত অকাল পেকে যাওয়া, পিত্ত-বাত দোষের ব্যাঘাতের ফলাফল। পিত্ত দোষের একটি উপপ্রকার, ভ্রজক পিত্ত, আপনার চুল, ত্বকের রঙ এবং রঙের জন্য দায়ী।"
advertisement
6/13
 "এটি মেলানোসাইটগুলির সঙ্গে সম্পর্কিত যা আপনার চুলের প্রাকৃতিক রঙের জন্য দায়ী মেলানিন রঞ্জক পদার্থ তৈরি করে। সেক্ষেত্রে, অপর্যাপ্ত মেলানিন উৎপাদনের ফলে পরিণত হয়, যার ফলে অকাল চুল পেকে যায়। এক্ষেত্রে কিছু প্রাকৃতিক উপাদান কার্যকর ভূমিকা নেয়।"
"এটি মেলানোসাইটগুলির সঙ্গে সম্পর্কিত যা আপনার চুলের প্রাকৃতিক রঙের জন্য দায়ী মেলানিন রঞ্জক পদার্থ তৈরি করে। সেক্ষেত্রে, অপর্যাপ্ত মেলানিন উৎপাদনের ফলে পরিণত হয়, যার ফলে অকাল চুল পেকে যায়। এক্ষেত্রে কিছু প্রাকৃতিক উপাদান কার্যকর ভূমিকা নেয়।"
advertisement
7/13
ঠাকুমা দিদিমাদের আমলে তো আর ডাই ছিল না! তাই তাদের ভরসার এমন একটি প্রাকৃতিক উপাদানের রেমেডি বলে দেব আজ এই প্রতিবেদনে যা সাদা চুল নিমেষে কালো করতে পারে ন্যাচারালি।
ঠাকুমা দিদিমাদের আমলে তো আর ডাই ছিল না! তাই তাদের ভরসার এমন একটি প্রাকৃতিক উপাদানের রেমেডি বলে দেব আজ এই প্রতিবেদনে যা সাদা চুল নিমেষে কালো করতে পারে ন্যাচারালি।
advertisement
8/13
শুনলে চমকে যাবেন যে মাথার সাদা চুল লুকানোর জন্য যেই জিনিসটি ম্যাজিকের মতো কাজ করে তা হল রান্নাঘরের অত্যন্ত সামান্য একটি উপাদান, হলুদ। আপনি চাইলে হলুদ ব্যবহার করতে পারেন চুল প্রাকৃতিক ভাবে ডাই করতে। আসুন জেনে নেওয়া যাক হলুদ কীভাবে চুল কালো করতে পারে? কী ভাবে বানাবেন এর ডাই।
শুনলে চমকে যাবেন যে মাথার সাদা চুল লুকানোর জন্য যেই জিনিসটি ম্যাজিকের মতো কাজ করে তা হল রান্নাঘরের অত্যন্ত সামান্য একটি উপাদান, হলুদ। আপনি চাইলে হলুদ ব্যবহার করতে পারেন চুল প্রাকৃতিক ভাবে ডাই করতে। আসুন জেনে নেওয়া যাক হলুদ কীভাবে চুল কালো করতে পারে? কী ভাবে বানাবেন এর ডাই।
advertisement
9/13
আসলে আজকাল বেশিরভাগ মানুষই অল্প বয়সে চুল পাকার সমস্যায় ভুগছেন। বেশিরভাগ মানুষই পাকা চুল ঢাকতে রাসায়নিক ব্যবহার করেন। কিন্তু এই ধরণের রাসায়নিক ডাই স্বাস্থ্যের পাশাপাশি চুলের জন্যও ক্ষতিকর। তবে চাইলে ঘরেই হলুদের সাহায্যে সাদা চুল প্রাকৃতিক ভাবে কালো করা যায়। আসুন জেনে নিই রান্নাঘরের হলুদ কীভাবে চুল কালো করতে পারে।
আসলে আজকাল বেশিরভাগ মানুষই অল্প বয়সে চুল পাকার সমস্যায় ভুগছেন। বেশিরভাগ মানুষই পাকা চুল ঢাকতে রাসায়নিক ব্যবহার করেন। কিন্তু এই ধরণের রাসায়নিক ডাই স্বাস্থ্যের পাশাপাশি চুলের জন্যও ক্ষতিকর। তবে চাইলে ঘরেই হলুদের সাহায্যে সাদা চুল প্রাকৃতিক ভাবে কালো করা যায়। আসুন জেনে নিই রান্নাঘরের হলুদ কীভাবে চুল কালো করতে পারে।
advertisement
10/13
হলুদ দিয়ে চুল ডাই করার উপায়:সাদা চুল লুকানোর জন্য হলুদ ব্যবহার করতে পারেন। হলুদ ব্যবহার করে সাদা চুল লুকানো যায়। হলুদের গুঁড়ো দিয়ে রঙ করা খুব সহজ। বাড়িতেই বানিয়ে ফেলুন প্যাক।
হলুদ দিয়ে চুল ডাই করার উপায়:সাদা চুল লুকানোর জন্য হলুদ ব্যবহার করতে পারেন। হলুদ ব্যবহার করে সাদা চুল লুকানো যায়। হলুদের গুঁড়ো দিয়ে রঙ করা খুব সহজ। বাড়িতেই বানিয়ে ফেলুন প্যাক।
advertisement
11/13
এভাবে চুলে রঙ করুন:প্রথমে ২ থেকে ৪ চামচ হলুদের গুঁড়ো নিন। এরপর এই গুঁড়োটি একটি প্যানে গরম করুন। হলুদ ফ্রাই করার পর সেটি একটি পাত্রে রাখুন। এবার এই হলুদে কফি পাউডার মিশিয়ে দিন। এরপর এই মিশ্রণে দিয়ে দিন অ্যালোভেরা জেল। এবার নারকেল তেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি চুলে লাগান। এক ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন।
এভাবে চুলে রঙ করুন:প্রথমে ২ থেকে ৪ চামচ হলুদের গুঁড়ো নিন। এরপর এই গুঁড়োটি একটি প্যানে গরম করুন। হলুদ ফ্রাই করার পর সেটি একটি পাত্রে রাখুন। এবার এই হলুদে কফি পাউডার মিশিয়ে দিন। এরপর এই মিশ্রণে দিয়ে দিন অ্যালোভেরা জেল। এবার নারকেল তেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি চুলে লাগান। এক ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন।
advertisement
12/13
সপ্তাহে একবার পেস্ট লাগান:সপ্তাহে একবার চুলে এই হলুদের হেয়ার কালার লাগান। এতে সাদা চুল কালো হয়ে যাবে ম্যাজিকের মতো। হলুদ এবং কফির এই ঘরে তৈরি রঙ চুলের কোনও ক্ষতিও করবে না। আর আপনার চুল ক্রমশ হয়ে উঠবে কুচকুচে কালো ও প্রাকৃতিক জেল্লাদার!
সপ্তাহে একবার পেস্ট লাগান:সপ্তাহে একবার চুলে এই হলুদের হেয়ার কালার লাগান। এতে সাদা চুল কালো হয়ে যাবে ম্যাজিকের মতো। হলুদ এবং কফির এই ঘরে তৈরি রঙ চুলের কোনও ক্ষতিও করবে না। আর আপনার চুল ক্রমশ হয়ে উঠবে কুচকুচে কালো ও প্রাকৃতিক জেল্লাদার!
advertisement
13/13
দাবিত্যাগ: প্রিয় পাঠক, এই প্রতিবেদনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। শুধুমাত্র আপনাদের সচেতন করার উদ্দেশ্যেই এই খবরটি লেখা হয়েছে। এটি লেখার জন্য আমরা সাধারণ তথ্যের সাহায্য নিয়েছি। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।
দাবিত্যাগ: প্রিয় পাঠক, এই প্রতিবেদনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। শুধুমাত্র আপনাদের সচেতন করার উদ্দেশ্যেই এই খবরটি লেখা হয়েছে। এটি লেখার জন্য আমরা সাধারণ তথ্যের সাহায্য নিয়েছি। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।
advertisement
advertisement
advertisement