আমরা প্রায় ১০হাজার রকমের গন্ধ অনুভব করি এবং প্রতিদিন ২৩-২৪ হাজার বার নিঃশ্বাস নিয়ে থাকি ৷ নিঃশ্বাসের সঙ্গে ভাল বা খারাপ গন্ধ আমাদের মস্তিষ্কে এক এক রকম অনুভুতির জন্ম দেয় ৷ খুব স্বাভাবিক মিষ্টি ভাল গন্ধে মন ভাল হয় ৷ শুধু মন ভালই নয়, এমন গন্ধে মনযোগ বাড়ে ৷ সারাদিনের কাজেও মন থাকে বেশ ৷ গন্ধ এক শক্তিশালী মাধ্যম যার দ্বারা মনের নিয়ন্ত্রণ সম্ভব ৷ গন্ধের মাধ্যমে আমাদের মানসিক অবস্থাও নিয়ন্ত্রণ করা যায় ৷ সকালে উঠেই কোন সুবাসে ভাল হয়ে উঠতে পারে আপনার গোটা দিন, তারই হদিশ থাকল... Photo Collected
advertisement
advertisement
advertisement
advertisement
গোলাপ প্রায় সবারই প্রিয় ফুল গোলাপ ৷ যেমন তার রং, তেমনই সুবাস ৷ গোলাপ ফুলের ঘ্রাণ মূহূর্তেই মন ভালো করে দেয় হার্ভাড ইউনিভার্সিটির একটি গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য ৷ তাই তো প্রেম গোলাপ ছাড়া জমেই না !সকালবেলা গোলাপের গন্ধে সারাদিন মেজাজ থাকবে ফুরফুরে এবং কর্মক্ষমতাও অনেকটাই বেড়ে যাবে ৷ Photo Collected
advertisement