Weight Loss Tips: ব্রুস লি, জ্যাকি চ্যান হতে হবে না, ওজন কমাতে এই মার্শাল আর্ট অভ্যাস করুন, ফল পাবেন নিমেষে!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Weight Loss Tips: এটা শুধু ওজন কমাতেই সাহায্য করে তাই নয়, শরীরের প্রদাহ কমাতেও এর জুড়ি নেই।
advertisement
মার্শাল আর্টের অনেক রকম ফর্ম আছে। তবে সবার আগে এটা শৃঙ্খলা শেখায়। সঙ্গে দেয় যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার মতো মানসিক শক্তি। তারপর আসে চাপ-উদ্বেগ কমানো, ওজন হ্রাস এবং আত্মবিশ্বাস তৈরি। এককথায় মার্শাল আর্ট হল টোটাল বডি ওয়ার্কআউট। এটা শুধু ওজন কমাতেই সাহায্য করে তাই নয়, শরীরের প্রদাহ কমাতেও এর জুড়ি নেই।
advertisement
কলারিপাত্তু: ভারতের প্রাচীনতম মার্শাল আর্ট ফর্মগুলোর মধ্যে কলারিপাত্তু অন্যতম। এর উদ্ভব কেরলে। সিংহ, বাঘ, হাতি, সাপ এবং মোরগ যেভাবে লড়াই করে সেই ছাঁচে কলারিপাত্তুকে বাঁধা হয়েছে। কার্ডিও ব্যায়াম এবং ড্রিলের সংমিশ্রণে কলারিপাত্তু একটা ওজন কমানোর আর্ট ফর্ম হতে পারে। এর সঙ্গে কিক, ঘুষি, লাফ, স্কোয়াট এবং স্ট্রেচ জড়িয়ে আছে। প্রশিক্ষণের পাশাপাশি, স্বাস্থ্যকর, শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল জীবনধারা যা কলারিপাত্তুকে ঘিরে রয়েছে তা ওজন কমানোর সহায়ক। এর মধ্যে যোগব্যায়াম, মাসাজ, প্রাকৃতিক চিকিৎসা নিরাময় কৌশল এবং যোগিক খাদ্য অন্তর্ভুক্ত রয়েছে। এগুলো দ্রুত ওজন হ্রাসে সাহায্য করে।
advertisement
বক্সিং: অনেকেই জানেন না বক্সিংও একটা মার্শাল আর্ট। পশ্চিমের প্রাচীনতম মার্শাল আর্টের মধ্যে এটা অন্যতম। প্রচণ্ড পরিশ্রমের ওয়ার্কআউট। এর মধ্যে রয়েছে দৌড়নো, পাঞ্চিং ব্যাগে ঘুষি, স্কিপিং, স্পিডবলে ঘুষি। শুধু ওজন কমানো নয় শৃঙ্খলা, আত্ম-নিয়ন্ত্রণ এবং সংকল্পে দৃঢ় থাকতে শেখায় বক্সিং। তবে মাথায় রাখতে হবে, দ্রুত ওজন কমাতে চাইলে ওয়ার্কআউটের সঙ্গে স্বাস্থ্যকর ডায়েটও মেনে চলতে হবে।
advertisement
advertisement