Weekend Trip: কলকাতা থেকে মাত্র তিন ঘন্টার পথ, শীতের আমেজ নিতে ঘুরে আসুন নদিয়ার এই ৬'টি জায়গায়

Last Updated:
Weekend Trip: কলকাতা থেকে মাত্র তিন ঘন্টার দূরত্বে নদিয়া জেলার বিভিন্ন স্থানে মিলবে প্রকৃতি, ইতিহাস ও শান্তির মেলবন্ধন। শান্তিপুর, নবদ্বীপ, কৃষ্ণনগর ও মায়াপুর একদিনের ভ্রমণের জন্য আদর্শ গন্তব্য।
1/7
শীতের হালকা আমেজে ঘুরে আসার ইচ্ছে সকলেরই থাকে। কিন্তু এবছর উত্তরবঙ্গে যাতায়াত ব্যাহত হয়েছে টানা প্রাকৃতিক দুর্যোগের কারণে। তবুও হতাশ হওয়ার কিছু নেই, কারণ কলকাতা থেকে মাত্র তিন ঘন্টার মধ্যেই রয়েছে নদিয়া জেলার আশেপাশের এমন কয়েকটি স্থান, যেখানে প্রকৃতি, ইতিহাস আর শান্তির মেলবন্ধনে আপনি পেয়ে যাবেন এক নিখুঁত একদিনের ছুটি। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
শীতের হালকা আমেজে ঘুরে আসার ইচ্ছে সকলেরই থাকে। কিন্তু এবছর উত্তরবঙ্গে যাতায়াত ব্যাহত হয়েছে টানা প্রাকৃতিক দুর্যোগের কারণে। তবুও হতাশ হওয়ার কিছু নেই, কারণ কলকাতা থেকে মাত্র তিন ঘন্টার মধ্যেই রয়েছে নদিয়া জেলার আশেপাশের এমন কয়েকটি স্থান, যেখানে প্রকৃতি, ইতিহাস আর শান্তির মেলবন্ধনে আপনি পেয়ে যাবেন এক নিখুঁত একদিনের ছুটি। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/7
প্রথমেই বলা যায় শান্তিপুরের কথা। গঙ্গার তীরে অবস্থিত এই প্রাচীন শহরটি যেমন ঐতিহ্যের বাহক, তেমনই এখানকার তাঁতশিল্পের খ্যাতি দেশজোড়া। বারাশিবতলা ও বুড়ো শিবতলা মন্দির, গঙ্গার ঘাট আর স্থানীয় বাজার ঘুরে দেখা যায় একদিনেই।
প্রথমেই বলা যায় শান্তিপুরের কথা। গঙ্গার তীরে অবস্থিত এই প্রাচীন শহরটি যেমন ঐতিহ্যের বাহক, তেমনই এখানকার তাঁতশিল্পের খ্যাতি দেশজোড়া। বারাশিবতলা ও বুড়ো শিবতলা মন্দির, গঙ্গার ঘাট আর স্থানীয় বাজার ঘুরে দেখা যায় একদিনেই।
advertisement
3/7
এর পরেই রয়েছে নবদ্বীপ, ভক্তি ও শান্তির শহর। শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মভূমি এই নগরীতে ঘুরে দেখা যায় প্রাচীন মন্দির, গঙ্গার ঘাট ও স্থানীয় ধর্মীয় উৎসব। ভোরে রওনা দিয়ে সন্ধ্যার মধ্যেই ফেরা সম্ভব।
এর পরেই রয়েছে নবদ্বীপ, ভক্তি ও শান্তির শহর। শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মভূমি এই নগরীতে ঘুরে দেখা যায় প্রাচীন মন্দির, গঙ্গার ঘাট ও স্থানীয় ধর্মীয় উৎসব। ভোরে রওনা দিয়ে সন্ধ্যার মধ্যেই ফেরা সম্ভব।
advertisement
4/7
নদিয়ার প্রাণকেন্দ্র কৃষ্ণনগর ও তার ঘূর্ণিমোরের পুতুল শিল্পপল্লিও একদিনের ভ্রমণের আদর্শ জায়গা। রাজবাড়ির রাজকীয় স্থাপত্য আর ঘূর্ণির শিল্পীদের হাতে তৈরি মাটির পুতুল যে কাউকে মুগ্ধ করে।
নদিয়ার প্রাণকেন্দ্র কৃষ্ণনগর ও তার ঘূর্ণিমোরের পুতুল শিল্পপল্লিও একদিনের ভ্রমণের আদর্শ জায়গা। রাজবাড়ির রাজকীয় স্থাপত্য আর ঘূর্ণির শিল্পীদের হাতে তৈরি মাটির পুতুল যে কাউকে মুগ্ধ করে।
advertisement
5/7
ইতিহাসপ্রেমীদের জন্য রয়েছে পলাশী যুদ্ধক্ষেত্র। ১৭৫৭ সালের সেই বিখ্যাত যুদ্ধের স্মৃতিবিজড়িত মাঠ ও সিরাজউদ্দৌলার স্মৃতিস্তম্ভ আজও ইতিহাসের সাক্ষী।
ইতিহাসপ্রেমীদের জন্য রয়েছে পলাশী যুদ্ধক্ষেত্র। ১৭৫৭ সালের সেই বিখ্যাত যুদ্ধের স্মৃতিবিজড়িত মাঠ ও সিরাজউদ্দৌলার স্মৃতিস্তম্ভ আজও ইতিহাসের সাক্ষী।
advertisement
6/7
প্রকৃতিপ্রেমীদের জন্য বেথুয়াডহরী বন্যপ্রাণী অভয়ারণ্য এক অমূল্য সম্পদ। ছোট্ট বনাঞ্চলে হরিণ, পাখি আর সবুজের মেলবন্ধনে পরিবারসহ পিকনিকের আদর্শ স্থান এটি।
প্রকৃতিপ্রেমীদের জন্য বেথুয়াডহরী বন্যপ্রাণী অভয়ারণ্য এক অমূল্য সম্পদ। ছোট্ট বনাঞ্চলে হরিণ, পাখি আর সবুজের মেলবন্ধনে পরিবারসহ পিকনিকের আদর্শ স্থান এটি।
advertisement
7/7
শেষে অবশ্যই উল্লেখযোগ্য মায়াপুর। ইসকন মন্দিরের শান্ত পরিবেশ, গঙ্গার ধারে সূর্যাস্ত আর বিদেশি ভক্তদের ভিড়—সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা।
শেষে অবশ্যই উল্লেখযোগ্য মায়াপুর। ইসকন মন্দিরের শান্ত পরিবেশ, গঙ্গার ধারে সূর্যাস্ত আর বিদেশি ভক্তদের ভিড়—সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা।
advertisement
advertisement
advertisement