Weekend Trip: কলকাতার বুকেই লুকিয়ে এক টুকরো জাপান! মাত্র ৩০ টাকায় বিদেশের অনুভূতি, সপ্তাহান্তে ঘুরে আসুন

Last Updated:
Weekend Trip: কলকাতার বুকেই লুকিয়ে আছে এক টুকরো জাপান! এমনই অভিজ্ঞতা দিচ্ছে নিউটাউনের ইকোপার্কের নতুন আকর্ষণ ‘জাপানিজ ফরেস্ট’।
1/7
*নিউটাউন, রুদ্র নারায়ণ রায়: জানেন কলকাতার বুকেই লুকিয়ে আছে এক টুকরো জাপান! এমনই অভিজ্ঞতা দিচ্ছে নিউটাউনের ইকোপার্কের নতুন আকর্ষণ ‘জাপানিজ ফরেস্ট’।
*নিউটাউন, রুদ্র নারায়ণ রায়: জানেন কলকাতার বুকেই লুকিয়ে আছে এক টুকরো জাপান! এমনই অভিজ্ঞতা দিচ্ছে নিউটাউনের ইকোপার্কের নতুন আকর্ষণ ‘জাপানিজ ফরেস্ট’।
advertisement
2/7
*ইকোপার্কে ঢোকার মাত্র ৩০ টাকার টিকিটে ইকোপার্কের ১ নম্বর গেট দিয়ে ঢুকেই পৌঁছে যাওয়া যায় জাপানের এক শান্ত শহরে। প্রবেশদ্বারেই নজর কাড়ে জাপানি স্থাপত্যশৈলী, আর সামনে থাকা গৌতম বুদ্ধের মূর্তি।
*ইকোপার্কে ঢোকার মাত্র ৩০ টাকার টিকিটে ইকোপার্কের ১ নম্বর গেট দিয়ে ঢুকেই পৌঁছে যাওয়া যায় জাপানের এক শান্ত শহরে। প্রবেশদ্বারেই নজর কাড়ে জাপানি স্থাপত্যশৈলী, আর সামনে থাকা গৌতম বুদ্ধের মূর্তি।
advertisement
3/7
*লাল রঙের টেম্পেল, সুন্দর জিগজ্যাগ ব্রিজ এবং ছোট্ট জলাশয়, সব মিলিয়ে এলাকা জুড়ে ছড়িয়ে আছে এক অন্যরকম শান্ত পরিবেশ। জাপানের কোনও ফরেস্টে হাঁটার অভিজ্ঞতাও মিলছে বলেই দাবি পর্যটকদের।
*লাল রঙের টেম্পেল, সুন্দর জিগজ্যাগ ব্রিজ এবং ছোট্ট জলাশয়, সব মিলিয়ে এলাকা জুড়ে ছড়িয়ে আছে এক অন্যরকম শান্ত পরিবেশ। জাপানের কোনও ফরেস্টে হাঁটার অভিজ্ঞতাও মিলছে বলেই দাবি পর্যটকদের।
advertisement
4/7
*শীতের শুরুতেই বেড়াতে আসা মানুষের ভিড় বাড়ছে এই নতুন আকর্ষণে। বিশেষ করে ওয়েডিং ফটোশুট, প্রি-ওয়েডিং এবং তরুণ প্রজন্মের সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরির অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে এই ‘জাপানিজ ফরেস্ট’। সন্ধ্যা নামতেই আলোর মায়ায় আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে গোটা এলাকা।
*শীতের শুরুতেই বেড়াতে আসা মানুষের ভিড় বাড়ছে এই নতুন আকর্ষণে। বিশেষ করে ওয়েডিং ফটোশুট, প্রি-ওয়েডিং এবং তরুণ প্রজন্মের সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরির অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে এই ‘জাপানিজ ফরেস্ট’। সন্ধ্যা নামতেই আলোর মায়ায় আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে গোটা এলাকা।
advertisement
5/7
*শহরের মাঝে বিদেশ ভ্রমণের স্বাদ নিতে চাইলে এই জাপানিজ ফরেস্টই হতে পারে এক অনন্য ঠিকানা।
*শহরের মাঝে বিদেশ ভ্রমণের স্বাদ নিতে চাইলে এই জাপানিজ ফরেস্টই হতে পারে এক অনন্য ঠিকানা।
advertisement
6/7
*মন্দিরে শান্ত গৌতম বুদ্ধের মূর্তি, প্যাগোডা, জাপানি সংস্কৃতির ছোঁয়া পেয়ে এখানে আসা পর্যটকরা বলছেন, কলকাতাতে থেকে এমন জাপানের শান্তিময় পরিবেশ অনুভব করার সুযোগ এ যেন সত্যিই অনন্য।
*মন্দিরে শান্ত গৌতম বুদ্ধের মূর্তি, প্যাগোডা, জাপানি সংস্কৃতির ছোঁয়া পেয়ে এখানে আসা পর্যটকরা বলছেন, কলকাতাতে থেকে এমন জাপানের শান্তিময় পরিবেশ অনুভব করার সুযোগ এ যেন সত্যিই অনন্য।
advertisement
7/7
*ইকোপার্কের প্রবেশের সময় অনুসারে এই স্থান খোলা ও বন্ধ থাকে। প্রিয়জনের সঙ্গে তাই জাপানি ফরেস্টের প্রতিটি কোন যেন আপনার কাছে থেকে যাবে স্মরণীয় হয়ে, অপেক্ষা না করে একবার ঘুরে আসতেই পারেন এই স্থানে।
*ইকোপার্কের প্রবেশের সময় অনুসারে এই স্থান খোলা ও বন্ধ থাকে। প্রিয়জনের সঙ্গে তাই জাপানি ফরেস্টের প্রতিটি কোন যেন আপনার কাছে থেকে যাবে স্মরণীয় হয়ে, অপেক্ষা না করে একবার ঘুরে আসতেই পারেন এই স্থানে।
advertisement
advertisement
advertisement