Weekend Trip: বর্ষায় আরও সুন্দরী হয় এই পাহাড়, সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসুন কলকাতার কাছেই এই জায়গা থেকে

Last Updated:
Weekend Trip: শুশুনিয়া পাহাড় মোড়া রহস্যে, শুশুনিয়া পাহাড়ে আজও রয়েছে নাম না জানা বহু উদ্ভিদ। তবে শুশুনিয়া পাহাড় আসলে অবশ্যই এই লুকানো জায়গাগুলি ঘুরে দেখুন।
1/6
বাঁকুড়ার রানী মুকুটমনিপুর হলে, বাঁকুড়ার রাজা শুশুনিয়া পাহাড়। ঐতিহাসিক দিক থেকে হোক কিংবা প্রাগৈতিহাসিক দিক থেকে, অথবা বয়সের দিক থেকে। শুশুনিয়া পাহাড় প্রাচীন, শুশুনিয়া পাহাড় গবেষণার ভান্ডার। শুশুনিয়া পাহাড় মোড়া রহস্যে, শুশুনিয়া পাহাড়ে আজও রয়েছে নাম না জানা বহু উদ্ভিদ। তবে শুশুনিয়া পাহাড় আসলে অবশ্যই এই লুকানো জায়গাগুলি ঘুরে দেখুন।
বাঁকুড়ার রানী মুকুটমনিপুর হলে, বাঁকুড়ার রাজা শুশুনিয়া পাহাড়। ঐতিহাসিক দিক থেকে হোক কিংবা প্রাগৈতিহাসিক দিক থেকে, অথবা বয়সের দিক থেকে। শুশুনিয়া পাহাড় প্রাচীন, শুশুনিয়া পাহাড় গবেষণার ভান্ডার। শুশুনিয়া পাহাড় মোড়া রহস্যে, শুশুনিয়া পাহাড়ে আজও রয়েছে নাম না জানা বহু উদ্ভিদ। তবে শুশুনিয়া পাহাড় আসলে অবশ্যই এই লুকানো জায়গাগুলি ঘুরে দেখুন
advertisement
2/6
প্রথমেই আসুন পাহাড়ের নিচে, পাহাড়ের তলায় রয়েছে একটি খোলা মাঠ। যেখানে খেলা করে সূর্যের আলো। বর্ষায় সবুজ হয়ে রয়েছে। এই মাঠের আশেপাশের সৌন্দর্য একেবারে নির্বাক করে তুলবে আপনাকে। পাশেই রয়েছে বিখ্যাত একটি পুকুর। যেখানে শুটিং করা হয়েছিল
প্রথমেই আসুন পাহাড়ের নিচে, পাহাড়ের তলায় রয়েছে একটি খোলা মাঠ। যেখানে খেলা করে সূর্যের আলো। বর্ষায় সবুজ হয়ে রয়েছে। এই মাঠের আশেপাশের সৌন্দর্য একেবারে নির্বাক করে তুলবে আপনাকে। পাশেই রয়েছে বিখ্যাত একটি পুকুর। যেখানে শুটিং করা হয়েছিল "আশিতে আসিও না" সিনেমা।
advertisement
3/6
এবার চলে আসুন অদ্ভুত একটা গ্রামে। যেটা গ্রাম কম! দেখে মনে হবে একটা রিসোর্ট। শুশুনিয়া পাহাড় যাওয়ার আগেই, রয়েছে ভরতপুর যাওয়ার রাস্তা। সেই রাস্তা ধরে কিলোমিটার খানেক চলে এলেই, পাহাড়ের বিপরীতে দেখতে পাবেন নীল সাদা একটি সাজান গোছান গ্রাম। একপ্রকার মডেল গ্রাম। একেকটি বাড়ি এক একটি শিল্পীর।
এবার চলে আসুন অদ্ভুত একটা গ্রামে। যেটা গ্রাম কম! দেখে মনে হবে একটা রিসোর্ট। শুশুনিয়া পাহাড় যাওয়ার আগেই, রয়েছে ভরতপুর যাওয়ার রাস্তা। সেই রাস্তা ধরে কিলোমিটার খানেক চলে এলেই, পাহাড়ের বিপরীতে দেখতে পাবেন নীল সাদা একটি সাজান গোছান গ্রাম। একপ্রকার মডেল গ্রাম। একেকটি বাড়ি এক একটি শিল্পীর।
advertisement
4/6
অনেক হল ঘোরাঘুরি! যদি ক্লান্ত লাগে তাহলে চলে আসুন শুশুনিয়া পাহাড়ের খুব কাছে। পাহাড়ের কোলে ঘেঁষে রয়েছে একটি অপার্থিব জায়গা। এটি আসলে একটি ইকো রিসোর্ট, নাম মরুত বাহা! মাত্র ১০ টাকা টিকিট কেটে প্রবেশ করুন পার্কে। পাহাড়ের কোলে যখন মেঘ খেলা করবে তখন এক পেয়ালা চা নিয়ে করতেই পারেন স্মৃতিচারণ।
অনেক হল ঘোরাঘুরি! যদি ক্লান্ত লাগে তাহলে চলে আসুন শুশুনিয়া পাহাড়ের খুব কাছে। পাহাড়ের কোলে ঘেঁষে রয়েছে একটি অপার্থিব জায়গা। এটি আসলে একটি ইকো রিসোর্ট, নাম মরুত বাহা! মাত্র ১০ টাকা টিকিট কেটে প্রবেশ করুন পার্কে। পাহাড়ের কোলে যখন মেঘ খেলা করবে তখন এক পেয়ালা চা নিয়ে করতেই পারেন স্মৃতিচারণ। |
advertisement
5/6
এবার বেরিয়ে পড়ুুন এডভেঞ্চারে। পিঠে ব্যাগ নিয়ে চলে আসুন শুশুনিয়া পাহাড়ের পিছন দিকে। সময় লাগবে মিনিট কুড়ি। পৌঁছে যাবেন ঝকঝকে একটা গ্রামে। নাম শিউলি বোনা। এই গ্রামে রয়েছে কুড়ি থেকে ২৫ টি আদিবাসী পরিবারের বাস। প্রতিটি বাড়ির দেওয়াল রয়েছে সাজান।
এবার বেরিয়ে পড়ুুন এডভেঞ্চারে। পিঠে ব্যাগ নিয়ে চলে আসুন শুশুনিয়া পাহাড়ের পিছন দিকে। সময় লাগবে মিনিট কুড়ি। পৌঁছে যাবেন ঝকঝকে একটা গ্রামে। নাম শিউলি বোনা। এই গ্রামে রয়েছে কুড়ি থেকে ২৫ টি আদিবাসী পরিবারের বাস। প্রতিটি বাড়ির দেওয়াল রয়েছে সাজান।
advertisement
6/6
এবার চলে আসুন মারাংবুরু চাচো মার্শাল আশ্রম। এই আশ্রমে বিনামূল্যে পঠন-পাঠন করে আদিবাসী আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুরা। পঠন পাঠন এবং থাকা খাওয়া সবই বিনামূল্যে। আশ্রমের প্রতিষ্ঠাতা বাবুনাথ টুডু জানান,
এবার চলে আসুন মারাংবুরু চাচো মার্শাল আশ্রম। এই আশ্রমে বিনামূল্যে পঠন-পাঠন করে আদিবাসী আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুরা। পঠন পাঠন এবং থাকা খাওয়া সবই বিনামূল্যে। আশ্রমের প্রতিষ্ঠাতা বাবুনাথ টুডু জানান, "শুশুনিয়া পাহাড়ের মাটি যথেষ্ট পবিত্র এবং ঐতিহাসিক। পাহাড় যতটা সুন্দর পাহাড়ের মানুষজন ততটাই সরল এবং সুন্দর।
advertisement
advertisement
advertisement