Weekend Destination:তিনটে নদীর সঙ্গমস্থলে চোখজুড়ানো দৃশ্য, ছোট্ট ছুটিতে নিরিবিলিতে সময় কাটাতে ঘুরে আসুন এই জায়গা থেকে
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
তিনটে নদীর সঙ্গমস্থল গেঁওখালি। একদিক থেকে রূপনারায়ণ, অন্য দিক থেকে হলদী এবং হুগলি নদী এসে মিলিত হয়েছে এখানে
advertisement
তিনটি নদীর সঙ্গমস্থল গেঁওখালি। একদিক থেকে রূপনারায়ণ, অন্য দিক থেকে হলদী এবং অপর দিক থেকে হুগলি নদী এসে মিলিত হয়েছে এই জায়গায়। এমনিতে শান্ত নদী ধীর প্রবাহে বয়ে যাচ্ছে। তবে জোয়ারের সময় স্রোত তীব্র। ছোট ছোট মালবাহী জাহাজের যাওয়া-আসা দেখতে দেখতে নিরিবিলি শান্ত প্রকৃতির মাঝে মন প্রাণ জুড়িয়ে নেওয়ার জন্য আদর্শ জায়গা গেঁওখালি।
advertisement
advertisement
ট্রেন, বাস বা লঞ্চে চেপে যাওয়া যায় গেঁওখালিতে। হাওড়া-হলদিয়া লোকালে চেপে সতীশ সামন্ত রেল স্টেশনে নেমে টোটো, অটো বা বাসে করে যাওয়া যায় গেঁওখালিতে। আবার মেচেদা থেকে হলদিয়াগামী ভায়া তমলুক বাসে চেপে মহিষাদল সিনেমা মোড় বাস স্টপে নেমে গেঁওখালি যাওয়া যায়। গেঁওখালির রুটে বাস চলাচল করে। গেঁওখালি থেকে হাওড়া জেলার গাদিয়াড়া এবং দক্ষিণ ২৪ পরগনার নূরপুর জলপথে ফেরি সার্ভিস রয়েছে প্রতিদিন।
advertisement
গেঁওখালিতে হলদিয়া উন্নয়ন পর্ষদের দুটি গেস্ট হাউস রয়েছে। গেস্ট হাউসের নাম ত্রিবেণী সঙ্গম। রয়েছে এসি ঘর, ভাড়া ১৫০০ থেকে ২৫০০ টাকা। এছাড়াও সেচ দফতরের বাংলো রয়েছে। তবে হলদিয়া উন্নয়ন পর্ষদের গেস্ট হাউস সবচেয়ে ভাল। হলদিয়া উন্নয়ন পর্ষদ-এর নিজস্ব ওয়েবসাইট থেকে গেস্ট হাউসের রুম বুক করা যায়। ওয়েবসাইট www.hda.gov.in
advertisement
advertisement
কাছেপিঠে গোপালপুরে রয়েছে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রথম সর্বাধিনায়ক সতীশ সামন্তের জন্মস্থান ও বসতবাড়ি। স্বাধীনতা দিবসের ছুটিতে নির্মল প্রকৃতির মাঝে নিরিবিলি সময় কাটাতে ঘুরে আসতে পারেন গেঁওখালি। নদীতে ঢেউ এর আনাগোনা,মালবাহী ছোট ছোট জাহাজের আসা-যাওয়া দেখতে দেখতে বেলা ফুরিয়ে সন্ধে নেমে আসবে নদীর বুকে।