Wedding night Secrets: ফুলশয্যায় কেন কনের ঘর 'ফুল' দিয়েই সাজানো হয়? ৯৯% মানুষ জানেন না আসল 'সত্যি'! শুনলে চমকে যাবেন

Last Updated:
Wedding night Secrets: বিয়ের পড়ে স্বামীর সঙ্গে প্রথম রাত বিশেষ নিঃসন্দেহে। কিন্তু সেই রাতে ফুলের কী ভূমিকা? আজ আমরা আপনাকে এর পিছনের আসল কারণটি বলতে চলেছি।
1/9
হিন্দু ধর্মে বিবাহ বন্ধনকে অত্যন্ত পবিত্র একটি বন্ধন বলে মনে করা হয়। সিনেমা হোক বা বাস্তব জীবন, মধুচন্দ্রিমার দিনে বর-কনের ঘর ফুল দিয়ে সাজানো হয় এ এক চিরাচরিত চেনা ছবি।
হিন্দু ধর্মে বিবাহ বন্ধনকে অত্যন্ত পবিত্র একটি বন্ধন বলে মনে করা হয়। সিনেমা হোক বা বাস্তব জীবন, মধুচন্দ্রিমার দিনে বর-কনের ঘর ফুল দিয়ে সাজানো হয় এ এক চিরাচরিত চেনা ছবি।
advertisement
2/9
হিন্দু ধর্মে বিবাহ বন্ধনকে অত্যন্ত পবিত্র একটি বন্ধন বলে মনে করা হয়। সিনেমা হোক বা বাস্তব জীবন, মধুচন্দ্রিমার দিনে বর-কনের ঘর ফুল দিয়ে সাজানো হয় এ এক চিরাচরিত চেনা ছবি। এ ছাড়া এই বিশেষ দিনে ঘরে সুগন্ধের জন্য অনেক ধরনের পারফিউমও ব্যবহার করা হয়। মানুষও তাদের পছন্দ অনুযায়ী সাজসজ্জার জন্য ফুল বেছে নেন।
হিন্দু ধর্মে বিবাহ বন্ধনকে অত্যন্ত পবিত্র একটি বন্ধন বলে মনে করা হয়। সিনেমা হোক বা বাস্তব জীবন, মধুচন্দ্রিমার দিনে বর-কনের ঘর ফুল দিয়ে সাজানো হয় এ এক চিরাচরিত চেনা ছবি। এ ছাড়া এই বিশেষ দিনে ঘরে সুগন্ধের জন্য অনেক ধরনের পারফিউমও ব্যবহার করা হয়। মানুষও তাদের পছন্দ অনুযায়ী সাজসজ্জার জন্য ফুল বেছে নেন।
advertisement
3/9
সদ্য বিবাহিত দম্পতির ঘর সাজানোর প্রথা বেশির ভাগ মানুষই মেনে চলেন, কিন্তু ফুলশয্যায় কেন বর-কনের ঘর ফুল দিয়ে সাজানো হয় তা খুব কম মানুষই জানেন। বিয়ের পড়ে স্বামীর সঙ্গে প্রথম রাত বিশেষ নিঃসন্দেহে। কিন্তু সেই রাতে ফুলের কী ভূমিকা? আজ আমরা আপনাকে এর পিছনের আসল কারণটি বলতে চলেছি।
সদ্য বিবাহিত দম্পতির ঘর সাজানোর প্রথা বেশির ভাগ মানুষই মেনে চলেন, কিন্তু ফুলশয্যায় কেন বর-কনের ঘর ফুল দিয়ে সাজানো হয় তা খুব কম মানুষই জানেন। বিয়ের পড়ে স্বামীর সঙ্গে প্রথম রাত বিশেষ নিঃসন্দেহে। কিন্তু সেই রাতে ফুলের কী ভূমিকা? আজ আমরা আপনাকে এর পিছনের আসল কারণটি বলতে চলেছি।
advertisement
4/9
যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তাঁদের মতে, বিয়ের পর ফুলশয্যার খাট ও ঘর সাজানোর অনেক কারণ আছে। এটা বিশ্বাস করা হয় যে বর-কনের ঘর ফুল দিয়ে সাজিয়ে রাখলে তাঁদের জীবন সবসময় ফুলের গন্ধে সুবাসিত থাকবে।
যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তাঁদের মতে, বিয়ের পর ফুলশয্যার খাট ও ঘর সাজানোর অনেক কারণ আছে। এটা বিশ্বাস করা হয় যে বর-কনের ঘর ফুল দিয়ে সাজিয়ে রাখলে তাঁদের জীবন সবসময় ফুলের গন্ধে সুবাসিত থাকবে।
advertisement
5/9
মনে করা হয়, নতুন জীবনের সূচনা হল ফুলের মতো সুন্দর। প্রথম দিনেই ঘরের পরিবেশকে রোমান্টিক করতে এটি করা হয় বলে মনে করেন অনেকে। তাই ঘরে মিষ্টির পাশাপাশি ফুলও রাখেন বেশিরভাগ মানুষ। মানুষ বিশ্বাস করে এমনভাবে ঘর ফুল দিয়ে সাজানোর পিছনে বর-কনের জীবনে মাধুর্য বাড়ে।
মনে করা হয়, নতুন জীবনের সূচনা হল ফুলের মতো সুন্দর। প্রথম দিনেই ঘরের পরিবেশকে রোমান্টিক করতে এটি করা হয় বলে মনে করেন অনেকে। তাই ঘরে মিষ্টির পাশাপাশি ফুলও রাখেন বেশিরভাগ মানুষ। মানুষ বিশ্বাস করে এমনভাবে ঘর ফুল দিয়ে সাজানোর পিছনে বর-কনের জীবনে মাধুর্য বাড়ে।
advertisement
6/9
তবে এইসব সামাজিক কারণ ছাড়াও এই ভাবে ফুল দিয়ে বিয়ের পর বর ও কনের প্রথম রাত কাটানোর ঘরটিকে সুন্দর ফুল দিয়ে সুসজ্জিত করার পিছনে বৈজ্ঞানিক কারণও স্পষ্ট বলে মনে করেন বিশেষজ্ঞরা।
তবে এইসব সামাজিক কারণ ছাড়াও এই ভাবে ফুল দিয়ে বিয়ের পর বর ও কনের প্রথম রাত কাটানোর ঘরটিকে সুন্দর ফুল দিয়ে সুসজ্জিত করার পিছনে বৈজ্ঞানিক কারণও স্পষ্ট বলে মনে করেন বিশেষজ্ঞরা।
advertisement
7/9
বৈজ্ঞানিকভাবে বলা হয়, ফুল এবং এর সুগন্ধ কামশক্তি বাড়াতে কাজ করে, তাই ঘরটি ফুল দিয়ে সাজানো হয়। যাতে বরের ও বউ-এর বোঝাপড়া আরও মজবুত হয়। সম্পর্কও সুন্দর থাকে।
বৈজ্ঞানিকভাবে বলা হয়, ফুল এবং এর সুগন্ধ কামশক্তি বাড়াতে কাজ করে, তাই ঘরটি ফুল দিয়ে সাজানো হয়। যাতে বরের ও বউ-এর বোঝাপড়া আরও মজবুত হয়। সম্পর্কও সুন্দর থাকে।
advertisement
8/9
প্রসঙ্গত, ফুল দিয়ে ফুলশয্যার খাট ও ঘর সাজানোর সময় ব্যবহার করা যেতে পারে গোলাপ ফুল। এ ছাড়া ল্যাভেন্ডারের সুগন্ধি ও এর ফুলের পারফিউম ব্যবহার করা হয়।
প্রসঙ্গত, ফুল দিয়ে ফুলশয্যার খাট ও ঘর সাজানোর সময় ব্যবহার করা যেতে পারে গোলাপ ফুল। এ ছাড়া ল্যাভেন্ডারের সুগন্ধি ও এর ফুলের পারফিউম ব্যবহার করা হয়।
advertisement
9/9
ঘরের চেহারাকে রোমান্টিক করতে আপনি মোমবাতিও ব্যবহার করতে পারেন। এছাড়া বিভিন্ন সুগন্ধি ফুলও ব্যবহার করতে পারেন।
ঘরের চেহারাকে রোমান্টিক করতে আপনি মোমবাতিও ব্যবহার করতে পারেন। এছাড়া বিভিন্ন সুগন্ধি ফুলও ব্যবহার করতে পারেন।
advertisement
advertisement
advertisement