

ধীরে ধীরে জাঁকিয়ে শীত পড়ছে। এই সময়টা দিন ছোট আর রাত বড়। বাইরের পরিবেশও বেশ ঠাণ্ডা। তাই কনকনে উত্তুরে হাওয়ায় বাড়ির বাইরে পা রাখার থেকে বেশিরভাগ সময় বেডরুমে সময় কাটাতেই পছন্দ করেন অনেকে। এক্ষেত্রে এক কাপ উষ্ণ কফি, একটা ভালো উপন্যাস আর ঠিকঠাক একটি বেডরুমে প্রতিটি মুহূর্ত আরও বিশেষ হয়ে উঠতে পারে। তাই শীতের বেডরুম সাজাতে নজর দেওয়া যেতে পারে এই বিষয়গুলিতে।


পাপোস আর কার্পেট - শীতে বরফের মতো ঠাণ্ডা মেঝেতে পা ফেলার সাহস না করাই ভালো। সে জন্য বেডরুমের মেঝেকে নানা রকম পাপোস, কার্পেট দিয়ে ঢেকে ফেলা যেতে পারে। খেয়াল রাখতে হবে ঘরের শৌখিনতা ও কালার কম্বোর দিকে। এ ক্ষেত্রে তুলো, উল, পমপম লাগানো পাপোস বা কম্বলের তৈরি ম্যাট ব্যবহার করা যেতে পারে। নরম পাপোসে পা ফেলে বেডরুমের এদিক-ওদিক ঘুরে বেড়ানো যাবে। মেঝে সাজাতে উজ্জ্বল রঙের পাপোস ব্যবহার করা যেতে পারে।


বিছানা সাজানো - শীতে আসল জায়গাটা ঠিক করতে হবে। অর্থাৎ ঘুমোনোর জায়গার সঙ্গে কোনও আপোস নয়। ঠাণ্ডা থেকে বাঁচার যেন যাবতীয় ব্যবস্থা থাকে, সেই বিষয়ে নজর দিতে হবে। নরম গদি, প্রয়োজনে দু'-তিনটি পাশবালিশ দিয়ে বিছানা সাজানো যেতে পারে। দু'-একটি ছোট বালিশ রাখা যেতে পারে। মাথার বালিশটা যেন আরামদায়ক হয়, সেই বিষয়ে নজর দিতে হবে।


ব্ল্যাকআউট কার্টেন বা পর্দার ব্যবহার - তখনও শিশির পড়ছে। বাইরে ঠাণ্ডা বাতাস। এমন সময়ে চোখে-মুখে আলো পড়ে ঘুম ভেঙে গেল। শীতের কনকনে ঠাণ্ডার সকালে এই রকম পরিস্থিতি যে কী যন্ত্রণাদায়ক, তা বলে বোঝানো যাবে না। এ ক্ষেত্রে বেডরুমের পর্দা টাঙানোর উপর নজর দিতে হবে। ইন্টিরিয়র এক্সপার্টদের মতে, শীতকালে বেডরুম সাজাতে ব্ল্যাকআউট কার্টেন বা পর্দার ব্যবহার করতে হবে। এতে ঠাণ্ডা বাতাস দূরে থাকবে। সকাল সকাল চোখে-মুখে আলো পড়বে না। আর নিশ্চিন্তে বেলা পর্যন্ত ঘুমোনো যাবে।


লেপ-কাঁথা নিয়ে কোনও আপোস নয় - গ্রীষ্ম-বর্ষায় ছাতা আর শীতের সম্পদ কাঁথা। তাই শীতকালে কাঁথা-লেপ তথা কমফর্টার (Comforter) নিয়ে কোনও আপোস নয়। বিছানায় ভালো করে সাজিয়ে রাখতে হবে কম্বল, লেপ বা কাঁথা। কারণ এই মরশুমে এটাই সব চেয়ে প্রিয় জিনিস। কে-ই বা চায় লেপ থেকে বেরিয়ে সকাল সকাল ঠাণ্ডা হাওয়া খেতে?


আলোয় সাজাতে হবে ঘর, বেডরুম পাক উষ্ণতা - মন ভালো রাখতে, রাতে নিজের মতো করে অবসর কাটাতে ভালো ভালো আলো লাগানো যেতে পারে। খুব উজ্জ্বল নয়, অল্প আলোয় স্মৃতি রোমন্থন করা যেতে পারে। কিংবা ডুব দেওয়া যেতে পারে পছন্দের উপন্যাসে। বেডরুমের অ্যাম্বিয়েন্সের পাশাপাশি পুরো রুম বেশ গরম রাখে নানা ধরনের আলো। এ ক্ষেত্রে বেডসাইড ল্যাম্প বেস্ট অপশন।