মহারাষ্ট্রের পুরভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬৮ আসনে জয় বিজেপি জোটের! অধিকাংশ আসনে প্রার্থী দিয়েও প্রত্যাহার বিরোধীদের!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
সামনেই বৃহন্মুম্বই (বিএমসি)-সহ ২৯টি পুরসভার ভোট হতে চলেছে মহারাষ্ট্রে। আগামী ১৫ জানুয়ারি হতে চলেছে বিএমসি-এর পুরসভার ভোট। আর তার আগেই বিজেপি নেতৃত্বাধীন শাসকজোট 'মহাজুটি' বিভিন্ন পুরসভার মোট ৬৮টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল।
মুম্বই: সামনেই বৃহন্মুম্বই (বিএমসি)-সহ ২৯টি পুরসভার ভোট হতে চলেছে মহারাষ্ট্রে। আগামী ১৫ জানুয়ারি হতে চলেছে বিএমসি-এর পুরসভার ভোট। আর তার আগেই বিজেপি নেতৃত্বাধীন শাসকজোট ‘মহাজুটি’ বিভিন্ন পুরসভার মোট ৬৮টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল।
শুক্রবার মনোনয়ন প্রত্যাহার পর্ব শেষ হওয়ার পরেই মহারাষ্ট্র নির্বাচন কমমিশনের তরফে যে তথ্য পরিসংখ্যান পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, বিজেপি একাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোট ৪৪টি আসনে জয় লাভ করেছে। এর মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই বিরোধী প্রার্থীর মনোনয়ন করে নেওয়ার ফলে জয় এসেছে। এই পরিস্থিতিতে শাসকজোটের বিরুদ্ধে এর জেরে ভীতিপ্রদর্শনের অভিযোগ তুলেছে কংগ্রেস-সহ কয়েকটি বিরোধী দলও।
advertisement
পরিসংখ্যান মতে, কল্যাণ-ডোম্বিবলী পুরসভার ১০টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি। এবং বিজেপির সহযোগী শিবসেনার প্রার্থীরাও। এছাড়াও পুনে, পিম্পরি-চিঞ্চওয়াড়,পানভেল, ভিওয়ান্ডি, ধুলে, জলগাঁও, অহল্যানগরের মতো পুরসভার বিভিন্ন ওয়ার্ডেও ভোটের আগে জিতে গিয়েছেন মহাজুটির প্রার্থীরা। তবে বাজেট এবং জনসংখ্যার নিরিখে দেশের বৃহত্তম পুরসভা বিএমসির ২২৭টি ওয়ার্ডের সব ক’টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। দেশের বাণিজ্যিক রাজধানীতে আসন্ন ভোটে লড়ছেন মোট ১৭২৯ জন প্রার্থী।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 03, 2026 6:30 PM IST










