Indian Railway: নতুন বছরে খুশির খবর দিল রেল! এই প্রথম হাওড়া–নিউ দিল্লি রাজধানীতে ফুল অটোমেটিক ডোর যুক্ত রেক

Last Updated:
Indian Railway: এই প্রথম হাওড়া–নিউ দিল্লি রাজধানীতে ফুল অটোমেটিক ডোর যুক্ত রেক! নতুন বছরের প্রাক্কালে রেলযাত্রীদের জন্য বড় চমক
1/5
এই প্রথম হাওড়া–নিউ দিল্লি রাজধানীতে ফুল অটোমেটিক ডোর যুক্ত রেক!নতুন বছরের প্রাক্কালে রেলযাত্রীদের জন্য বড় চমক। ৩১ ডিসেম্বর, ২০২৫ (নিউ ইয়ার ইভে) প্রায় দীর্ঘ বিলম্বের পর ১২৩০২ নিউ দিল্লি–হাওড়া রাজধানী এক্সপ্রেস (ভায়া গয়া) হাওড়ায় পৌঁছয় একেবারে ভিন্নধর্মী রেক নিয়ে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
এই প্রথম হাওড়া–নিউ দিল্লি রাজধানীতে ফুল অটোমেটিক ডোর যুক্ত রেক! নতুন বছরের প্রাক্কালে রেলযাত্রীদের জন্য বড় চমক। ৩১ ডিসেম্বর, ২০২৫ (নিউ ইয়ার ইভে) প্রায় দীর্ঘ বিলম্বের পর ১২৩০২ নিউ দিল্লি–হাওড়া রাজধানী এক্সপ্রেস (ভায়া গয়া) হাওড়ায় পৌঁছয় একেবারে ভিন্নধর্মী রেক নিয়ে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
এই প্রথমবার হাওড়া রাজধানীতে দেখা গেল নর্দার্ন রেলওয়ে (NR) বেসড ফুল অটোমেটিক ডোর যুক্ত AC LHB রেক। রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটির নেতৃত্বে ছিল অফলিঙ্ক LGD WAP-7 লোকোমোটিভ।
এই প্রথমবার হাওড়া রাজধানীতে দেখা গেল নর্দার্ন রেলওয়ে (NR) বেসড ফুল অটোমেটিক ডোর যুক্ত AC LHB রেক। রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটির নেতৃত্বে ছিল অফলিঙ্ক LGD WAP-7 লোকোমোটিভ।
advertisement
3/5
আধুনিক এই রেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় দরজা থাকায় ট্রেন চলাকালীন ও অকারণে দরজা খোলার কোনও সুযোগ নেই, যা যাত্রী নিরাপত্তা আরও বাড়বে।রেল কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, কুয়াশার মরসুমে উত্তর ও পূর্ব ভারতের বিভিন্ন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে হাওড়া রাজধানীর জন্য অতিরিক্ত একটি স্পেয়ার রেক সরবরাহ করবে নর্দার্ন রেলওয়ে।
আধুনিক এই রেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় দরজা থাকায় ট্রেন চলাকালীন ও অকারণে দরজা খোলার কোনও সুযোগ নেই, যা যাত্রী নিরাপত্তা আরও বাড়বে। রেল কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, কুয়াশার মরসুমে উত্তর ও পূর্ব ভারতের বিভিন্ন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে হাওড়া রাজধানীর জন্য অতিরিক্ত একটি স্পেয়ার রেক সরবরাহ করবে নর্দার্ন রেলওয়ে।
advertisement
4/5
এই ব্যবস্থা আপাতত শুধুমাত্র ফগ সিজনের জন্যই কার্যকর থাকবে।এই নতুন ব্যবস্থার ফলে যাত্রীদের জন্য রয়েছে বিশেষ সতর্কতা। এখন থেকে নিজের গন্তব্যের আগে ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ালেও দরজা খুলবে না।
এই ব্যবস্থা আপাতত শুধুমাত্র ফগ সিজনের জন্যই কার্যকর থাকবে।এই নতুন ব্যবস্থার ফলে যাত্রীদের জন্য রয়েছে বিশেষ সতর্কতা। এখন থেকে নিজের গন্তব্যের আগে ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ালেও দরজা খুলবে না।
advertisement
5/5
উল্লেখযোগ্যভাবে, এর আগে ভারতে এই ধরনের ফুল অটোমেটিক ডোর প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল শুধুমাত্র বন্দে ভারত এক্সপ্রেস, এসি লোকাল ও তেজস এক্সপ্রেসে। রাজধানী এক্সপ্রেসে এই প্রযুক্তির সংযোজন রেলের আধুনিকীকরণের পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে রেল মহল। নতুন বছরের শুরুতেই রেলের এই আধুনিক উদ্যোগ যাত্রী নিরাপত্তা ও পরিষেবার মান আরও উন্নত করবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ। (ছবি ও তথ্য : রাকেশ মাইতি)
উল্লেখযোগ্যভাবে, এর আগে ভারতে এই ধরনের ফুল অটোমেটিক ডোর প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল শুধুমাত্র বন্দে ভারত এক্সপ্রেস, এসি লোকাল ও তেজস এক্সপ্রেসে। রাজধানী এক্সপ্রেসে এই প্রযুক্তির সংযোজন রেলের আধুনিকীকরণের পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে রেল মহল। নতুন বছরের শুরুতেই রেলের এই আধুনিক উদ্যোগ যাত্রী নিরাপত্তা ও পরিষেবার মান আরও উন্নত করবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ। (ছবি ও তথ্য : রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement