Road Accident: এক ধাক্কায় সব শেষ...! জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, গুরুতর আহত আরও ১
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Road Accident: নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া প্রফুল্লনগর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ মোটরবাইক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
রঞ্জিত সরকার, নদীয়া: নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া প্রফুল্লনগর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ মোটরবাইক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, একটি বেআইনি কাট আউটকে কেন্দ্র করেই এই দুর্ঘটনা ঘটে। ওই কাট আউটে কোনও সিগনাল ব্যবস্থা বা ট্রাফিক পুলিশের নজরদারি না থাকায় প্রতিদিনই সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে জাতীয় সড়ক পারাপার করেন। অভিযোগ, সেই কাট আউটের মুখেই দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন-বছরের শুরুতেই মহাখেলা শুরু শনিদেবের, অশেষ কৃপায় ৫ রাশি ‘কোটিপতি’! জানুয়ারিতেই বাম্পার ‘লটারি’, প্রথম শনিবারে এটা’ করলেই টাকা গুণে শেষ হবে না, জানুন আপনার কপালে কী
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় উত্তম রাজবংশী (৫৮)-এর। তিনি শান্তিপুর থানার বেলঘড়িয়া এলাকার বাসিন্দা। অপর এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন-নতুন বছরে কাঁপবে দুনিয়া…! শনি-মঙ্গলের বিরল সংযোগে অর্থ-যশ তুঙ্গে ৩ রাশির, অঢেল টাকার ফোয়ারা, সাফল্য পায়ে চুমু খাবে
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই ওই বেআইনি কাট আউট বন্ধ করা ও জাতীয় সড়কে যথাযথ ট্রাফিক ব্যবস্থা চালুর দাবি জানিয়ে আসছেন। তাঁদের অভিযোগ, প্রশাসনের গাফিলতির কারণেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 03, 2026 6:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: এক ধাক্কায় সব শেষ...! জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, গুরুতর আহত আরও ১









