লকডাউনে বন্ধ ঘরে দেদার সিগারেট, সন্তানকে মৃত্যুর দিকে ঠেলছেন আপনিই

Last Updated:
ঘরের ভিতরেই একের পর এক সিগারেট খাচ্ছেন? আসলে আপনার আদরের সন্তানকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন আপনিই। কারণ দেখুন-
1/6
ধূমপান ছাড়া চলে না। আর আজ লকডাউনের জেরে আপনি গৃহবন্দি। এই অবস্থায় ঘরের ভিতরেই একের পর এক সিগারেট খাচ্ছেন? আসলে আপনার আদরের সন্তানকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন আপনিই। কারণ দেখুন-
ধূমপান ছাড়া চলে না। আর আজ লকডাউনের জেরে আপনি গৃহবন্দি। এই অবস্থায় ঘরের ভিতরেই একের পর এক সিগারেট খাচ্ছেন? আসলে আপনার আদরের সন্তানকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন আপনিই। কারণ দেখুন-
advertisement
2/6
প্যাসিভ স্মোকিং সরাসরি ধূমপানের মতোই ক্ষতিকর। নতুন গবেষণায় দেখা গিয়েছে, প্যাসিভ স্মোকিংয়ের ফলে বাচ্চাদের ওজন বেড়ে যায় বহুগুণে।
প্যাসিভ স্মোকিং সরাসরি ধূমপানের মতোই ক্ষতিকর। নতুন গবেষণায় দেখা গিয়েছে, প্যাসিভ স্মোকিংয়ের ফলে বাচ্চাদের ওজন বেড়ে যায় বহুগুণে।
advertisement
3/6
হৃদরোগের সম্ভাবনাও বাড়িয়ে দেয় অনেকাংশে। দেখা দেয় ডায়াবিটিসের মতো রোগও।
হৃদরোগের সম্ভাবনাও বাড়িয়ে দেয় অনেকাংশে। দেখা দেয় ডায়াবিটিসের মতো রোগও।
advertisement
4/6
সাত থেকে এগারো বছরের বাচ্চাদের নিয়ে পরীক্ষা চালানোর পর দেখা গিয়েছে, প্যাসিভ স্মোকিংয়ের ফলে শিশুর পেট ঝুলে পড়ে। ফ্যাটের মাত্রা বেড়ে যায় শরীরে। বেঢপ আকার ধারণ করে বাচ্চার শরীর।
সাত থেকে এগারো বছরের বাচ্চাদের নিয়ে পরীক্ষা চালানোর পর দেখা গিয়েছে, প্যাসিভ স্মোকিংয়ের ফলে শিশুর পেট ঝুলে পড়ে। ফ্যাটের মাত্রা বেড়ে যায় শরীরে। বেঢপ আকার ধারণ করে বাচ্চার শরীর।
advertisement
5/6
আগেই গবেষণায় দেখা গিয়েছিল, প্যাসিভ স্মোকারদের মধ্যে স্ট্রোকের সম্ভাবনা বাড়ছে।
আগেই গবেষণায় দেখা গিয়েছিল, প্যাসিভ স্মোকারদের মধ্যে স্ট্রোকের সম্ভাবনা বাড়ছে।
advertisement
6/6
ছোট শিশুজের কানে শোনার সমস্যা হতে পারে প্যাসিভ স্মোকিংয়ের ফলেই।
ছোট শিশুজের কানে শোনার সমস্যা হতে পারে প্যাসিভ স্মোকিংয়ের ফলেই।
advertisement
advertisement
advertisement