Vitamin D Suppliment: দীর্ঘদিন ভিটামিন ডি সাপ্লিমন্ট খান? তা হলে জেনে নিন শরীরের অন্দরে কী কী হচ্ছে...
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ভিটামিন-ডি একটি স্নেহপদার্থে দ্রবণীয় ভিটামিন। অনেকসময়-ই একে বলে ‘সাইশাইন ভিটামিন’। তৈলাক্ত মাছে প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে। পাশাপাশি, মানুষের ত্বক রোদের সংস্পর্শে এলে শরীরে ভিটামিন ডি উৎপন্ন হয়। সামুদ্রিক মাছ, দুগ্ধজাত খাদ্য ও ডিমে ভিটামিন-ডি পাওয়া যায়
advertisement
advertisement
ভিটামিন ডি হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। পাশাপাশি এটি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পেশির শক্তি বজায় রাখতে সাহায্য করে এবং মন-মেজাজ ভালো রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কিন্তু অনেক প্রাপ্তবয়স্কই শুধুমাত্র খাবার থেকে পর্যাপ্ত ভিটামিন ডি পান না। তাই এই ঘাটতি পূরণে অনেকেই ভিটামিন ডি সাপ্লিমেন্ট খান, আবার অনেকে মনে করেন দীর্ঘদিন সাপ্লিমেন্ট খাওয়া আদৌ নিরাপদ কি না।
advertisement
advertisement
হাড় আরও মজবুত করে--ক্যালসিয়াম শোষণ এবং হাড়ের শক্তি বজায় রাখতে ভিটামিন ডি অত্যন্ত জরুরি। দীর্ঘদিন ধরে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেলে, বিশেষ করে সঙ্গে যদি ক্যালসিয়াম ট্যাবলেটও খান, তা হলে হাড়ের ক্ষয় এবং হাড় ভাঙার ঝুঁকি কমে।মেনোপজের সময় এবং বয়স্কদের ক্ষেত্রে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গুরুত্বপূর্ণ।
advertisement
রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে--গবেষণায় দেখা গিয়েছে, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন-ডি গুরুত্বপূর্ণ। যাঁদের শরীরে ভিটামিন ডি-র ঘাটতি রয়েছে, তাঁদের শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।দীর্ঘমেয়াদে ভিটামিন-ডি সাপ্লিমেন্ট খেলে শরীরে এই ভিটামিনের মাত্রা স্থিতিশীল থাকে, ফলে শরীরের রোগপ্রতিরোধী ক্ষমতা বাড়ে
advertisement
advertisement
advertisement







