Vitamin D: কোন ভিটামিনের অভাবে 'ব্রণ' হয় জানেন ? ক্রিম-লোশন-পার্লারে আর হাজার-হাজার খরচ নয়, জানুন আসল কারণ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
Vitamin D: ত্বকের সঠিক যত্নের অভাব, অত্যধিক তেল-মশলাজাত খাবার খাওয়া, জল কম খাওয়ার মতো বিভিন্ন কারণে ব্রণ হয়। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে ব্রণ বেশি হয়। পাশাপাশি, শরীরে একটি গুরুত্বপূর্ণ ভিটামিনের অভাবে ব্রণ দেখা দেয়
গোটা মুখে ব্রণ? আয়না দেখলেই কান্না পাচ্ছে? হাজার-হাজার টাকা খরচা করে নামীদামি ক্রিম-লোশন ব্যবহার করেও ফল পাচ্ছেন না? উলটে ব্রণর সংসার বাড়ছে? মাথায় রাখুন, কোনও কেমিক্যাল প্রডাক্ট ব্যবহার করে ব্রণর প্রকোপ কমে না! উলটে সব কেমিক্যাল কসমেটিক্স-এরই সাইড এফেক্ট রয়েছে। কাজেই আপনাকে প্রথমেই জানতে হবে ব্রণ কেন হচ্ছে?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তবে মাথায় রাখবেন, শরীরে ভিটামিন ডি-র মাত্রা প্রয়োজনের থেকে বেশি হয়ে গেলে কিন্তু নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত ভিটামিন-ডি খেলে রক্তনালীতে ক্যালসিয়াম জমা হওয়ার সমস্যা দেখা দিতে পারে। এই পরিস্থিতিকে ডাক্তারি পরিভাষায় বলে ক্যালসিফিকেশন যার থেকে দেখা দিতে পারে হাইপারক্যালসিমিয়ার মতো রোগ। এর ফলে হার্টের অসুখ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে।
advertisement
advertisement
advertisement








