Viral : বিয়ে করে সতীন ৩ সহোদরা! বরের কাছে রাখলেন আজব শর্ত! আসল কারণে চক্ষুচড়কগাছ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral : তাঁরা তিনজনই একই ব্যক্তির প্রেমে পড়ে যান আর তারপর তিন বোন তাঁদের পুরুষ সঙ্গীটিকে এক আশ্চর্য শর্ত দিয়ে বসেন।
এবার একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় আফ্রিকার দেশ কঙ্গো থেকে। এখানে একই স্বামীর ঘরণী হয়েছেন তিন নারী। শুধু তাই নয়, এই তিন মহিলা আসলে তিন সহোদরা। জানা গিয়েছে, তাঁরা তিনজনই একই ব্যক্তির প্রেমে পড়ে যান আর তারপর তিন বোন তাঁদের পুরুষ সঙ্গীটিকে এক আশ্চর্য শর্ত দিয়ে বসেন। শর্ত দিয়ে তাদের প্রেমিকের কাছে তিনবোনের তরফে দাবি জানানো হয় তাঁদের তিনজনকেই একসঙ্গে বিয়ে করতে হবে পুরুষ সঙ্গীটিকে। যেমন কথা তেমনই কাজ। তারপর?
advertisement
ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যে ব্যক্তি ওই তিন প্রকৃত বোনকে বিয়ে করেছেন তার নাম লুইজো। তার বয়স ৩২ বছর। লুভিজো প্রথমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাটালির সঙ্গে দেখা করেছিলেন এবং পরে তার অন্য দুই বোনের সঙ্গেও সম্পর্কে জড়ান তিনি।লুভিজো নাতাশা, নাটালি এবং নাদেগে নামের তিন বোনকে শেষমেশ একসঙ্গেই বিয়ে করেছিলেন লুইজো।
advertisement
advertisement
advertisement
advertisement