Viral : বিয়ে করে সতীন ৩ সহোদরা! বরের কাছে রাখলেন আজব শর্ত! আসল কারণে চক্ষুচড়কগাছ

Last Updated:
Viral : তাঁরা তিনজনই একই ব্যক্তির প্রেমে পড়ে যান আর তারপর তিন বোন তাঁদের পুরুষ সঙ্গীটিকে এক আশ্চর্য শর্ত দিয়ে বসেন।
1/6
এবার একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় আফ্রিকার দেশ কঙ্গো থেকে। এখানে একই স্বামীর ঘরণী হয়েছেন তিন নারী। শুধু তাই নয়, এই তিন মহিলা আসলে তিন সহোদরা। জানা গিয়েছে, তাঁরা তিনজনই একই ব্যক্তির প্রেমে পড়ে যান আর তারপর তিন বোন তাঁদের পুরুষ সঙ্গীটিকে এক আশ্চর্য শর্ত দিয়ে বসেন। শর্ত দিয়ে তাদের প্রেমিকের কাছে তিনবোনের তরফে দাবি জানানো হয় তাঁদের তিনজনকেই একসঙ্গে বিয়ে করতে হবে পুরুষ সঙ্গীটিকে। যেমন কথা তেমনই কাজ। তারপর?
এবার একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় আফ্রিকার দেশ কঙ্গো থেকে। এখানে একই স্বামীর ঘরণী হয়েছেন তিন নারী। শুধু তাই নয়, এই তিন মহিলা আসলে তিন সহোদরা। জানা গিয়েছে, তাঁরা তিনজনই একই ব্যক্তির প্রেমে পড়ে যান আর তারপর তিন বোন তাঁদের পুরুষ সঙ্গীটিকে এক আশ্চর্য শর্ত দিয়ে বসেন। শর্ত দিয়ে তাদের প্রেমিকের কাছে তিনবোনের তরফে দাবি জানানো হয় তাঁদের তিনজনকেই একসঙ্গে বিয়ে করতে হবে পুরুষ সঙ্গীটিকে। যেমন কথা তেমনই কাজ। তারপর?
advertisement
2/6
ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যে ব্যক্তি ওই তিন প্রকৃত বোনকে বিয়ে করেছেন তার নাম লুইজো। তার বয়স ৩২ বছর। লুভিজো প্রথমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাটালির সঙ্গে দেখা করেছিলেন এবং পরে তার অন্য দুই বোনের সঙ্গেও সম্পর্কে জড়ান তিনি।লুভিজো নাতাশা, নাটালি এবং নাদেগে নামের তিন বোনকে শেষমেশ একসঙ্গেই বিয়ে করেছিলেন লুইজো।
ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যে ব্যক্তি ওই তিন প্রকৃত বোনকে বিয়ে করেছেন তার নাম লুইজো। তার বয়স ৩২ বছর। লুভিজো প্রথমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাটালির সঙ্গে দেখা করেছিলেন এবং পরে তার অন্য দুই বোনের সঙ্গেও সম্পর্কে জড়ান তিনি।লুভিজো নাতাশা, নাটালি এবং নাদেগে নামের তিন বোনকে শেষমেশ একসঙ্গেই বিয়ে করেছিলেন লুইজো।
advertisement
3/6
ওই প্রতিবেদনে লুইজো বলেন যে তার কোনও উপায় ছিল না কারণ তাঁর প্রেমিকারা শর্ত দিয়েছিলেন যে তিন বোনকে একই দিনে বিয়ে করতে হবে। এই সিদ্ধান্ত তার জন্য খুব কঠিন ছিল ঠিকই। তাঁর কথায়, "আমার বাবা-মা এখনও বুঝতে পারছেন না কেন আমি এমন করলাম।"
ওই প্রতিবেদনে লুইজো বলেন যে তার কোনও উপায় ছিল না কারণ তাঁর প্রেমিকারা শর্ত দিয়েছিলেন যে তিন বোনকে একই দিনে বিয়ে করতে হবে। এই সিদ্ধান্ত তার জন্য খুব কঠিন ছিল ঠিকই। তাঁর কথায়, "আমার বাবা-মা এখনও বুঝতে পারছেন না কেন আমি এমন করলাম।"
advertisement
4/6
ওই পত্রিকায় তিন বোনের মধ্যে এক কনে জানান, আমরা তিন বোনই যখন লুইজোর সামনে একসঙ্গে বিয়ের শর্ত রাখি, তখন তিনি অবাক হন। যদিও পরে তাঁকে আমাদের শর্ত মানতে হয়। আমরা তিন বোনই ওকে খুব ভালোবাসি।
ওই পত্রিকায় তিন বোনের মধ্যে এক কনে জানান, আমরা তিন বোনই যখন লুইজোর সামনে একসঙ্গে বিয়ের শর্ত রাখি, তখন তিনি অবাক হন। যদিও পরে তাঁকে আমাদের শর্ত মানতে হয়। আমরা তিন বোনই ওকে খুব ভালোবাসি।
advertisement
5/6
তিনি আরও বলেন, যদিও অনেকেই প্রথমটা ভেবেছিল তিন নারীর পক্ষে স্বামী ভাগাভাগি করা অসম্ভব, কিন্তু আমরা তিন বোনই ছোটবেলা থেকে সবকিছু শেয়ার করে আসছি এবং এখন স্বামীও শেয়ার করব। মজার বিষয় হল, লুইজোকে বিয়ে করার পর তিন বোনই খুব খুশি। শুধু তাই নয় তিনজনে আনন্দের সঙ্গেই জমিয়ে করছেন সংসার।
তিনি আরও বলেন, যদিও অনেকেই প্রথমটা ভেবেছিল তিন নারীর পক্ষে স্বামী ভাগাভাগি করা অসম্ভব, কিন্তু আমরা তিন বোনই ছোটবেলা থেকে সবকিছু শেয়ার করে আসছি এবং এখন স্বামীও শেয়ার করব। মজার বিষয় হল, লুইজোকে বিয়ে করার পর তিন বোনই খুব খুশি। শুধু তাই নয় তিনজনে আনন্দের সঙ্গেই জমিয়ে করছেন সংসার।
advertisement
6/6
মজার বিষয় হল, লুইজোকে বিয়ে করার পর তিন বোনই খুব খুশি। শুধু তাই নয় তিনজনে আনন্দের সঙ্গেই জমিয়ে করছেন সংসার।
মজার বিষয় হল, লুইজোকে বিয়ে করার পর তিন বোনই খুব খুশি। শুধু তাই নয় তিনজনে আনন্দের সঙ্গেই জমিয়ে করছেন সংসার।
advertisement
advertisement
advertisement