এই মুহূর্তে গোটা বিশ্বে শিরোনাম যুক্তরাজ্যের শেফিল্ডে বসবাসকারী ২০ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত এক কন্যা। ব্রিটেনের অনেক আন্তর্জাতিক সংবাদপত্র ও ওয়েবসাইট এ নিয়ে প্রতিবেদন লিখেছে (Viral| Love Affair)। আপনি নিশ্চয়ই ভাবছেন এই মেয়েটি কী এমন অনন্য সাধারণ করেছে। আসলে, এই মেয়েটি কয়েক মাস আগে পর্যন্ত একটি মাঝারি চাকরি থেকে সামান্য আয় করত, কিন্তু এখন মেয়েটির উপার্জন লাখ লাখ।
ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, হঠাৎ করে মেয়েটির আয় বৃদ্ধির কারণও খুবই বিস্ময়কর। আসলে মেয়েটি খুব 'আজব ব্যবসায়' পা দিয়েছে। ২০ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত আশা চোপড়ার রয়েছে এক নয়, দুই নয়, তিন তিনজন ধনী বয়ফ্রেন্ড। তাঁরা সবাই বয়সে তাঁর থেকে অনেক বড়। আর এই প্রেমিকদের সঙ্গে প্রেম ভাগাভাগি করে প্রতিমাসে লাখ লাখ টাকা আয় করছেন তিনি। কখনও কখনও তার আয় ৫-৬ লাখ টাকা পর্যন্ত হয়ে যায়। প্রতীকী ছবি।
এর পরে, তিনি অনুভব করতে শুরু করেছেন যে তিনি তৃতীয় প্রেমিকের (Viral| Love Affair)প্রেমে পড়েছেন। আশার কথায়, যখন তিনি তৃতীয় প্রেমিকের আশেপাশে থাকেন, তখন তিনি তার সঙ্গে দেখা করার ভাবনায় পাগল হয়ে যান। শুধু তাই নয়, বারবারই তার তৃতীয় প্রেমিকের সঙ্গেই কথা বলতে চায় আশা। তৃতীয় প্রেমিকের প্রতিটি ছোট ছোট জিনিস পছন্দ করে বলেও জানিয়েছেন আশা। প্রতীকী ছবি।