Vaseline Toothpaste Hack: ভেসলিন আর টুথপেস্ট ধরে রাখবে যৌবন! ঘুরতে দেবে না বয়সের কাঁটা! জানুন ম্যাজিক উপায়

Last Updated:
Anti Ageing Tips: বয়সের কাঁটা একচুলও ঘুরবে না! পড়বে না বলিরেখা! যৌবন ধরে রাখবে ভেসলিন আর টুথপেস্ট
1/11
বর্তমান যুগ ছুটোছুটির যুগ। অফিস কাছারি থেকে স্কুল কলেজ, বাড়ি সর্বত্রই ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে হচ্ছে মানুষকে। আজ কাজের প্রয়োজনে কমবেশি সবাইকে বাড়ির বাইরে বের হতে হয়।
বর্তমান যুগ ছুটোছুটির যুগ। অফিস কাছারি থেকে স্কুল কলেজ, বাড়ি সর্বত্রই ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে হচ্ছে মানুষকে। আজ কাজের প্রয়োজনে কমবেশি সবাইকে বাড়ির বাইরে বের হতে হয়।
advertisement
2/11
সারাদিনের রোদ-ঘাম-দূষণে ত্বকের সবথেকে বেশি ক্ষতি হয়। অনেকেই বাড়ি ফিরে ক্লান্ত হয়ে ঠিকমতো ফেসওয়াশ দিয়ে মুখও পরিষ্কার করেন না।
সারাদিনের রোদ-ঘাম-দূষণে ত্বকের সবথেকে বেশি ক্ষতি হয়। অনেকেই বাড়ি ফিরে ক্লান্ত হয়ে ঠিকমতো ফেসওয়াশ দিয়ে মুখও পরিষ্কার করেন না।
advertisement
3/11
বর্তমান যুগ ছুটোছুটির যুগ। অফিস কাছারি থেকে স্কুল কলেজ, বাড়ি সর্বত্রই ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে হচ্ছে মানুষকে। আজ কাজের প্রয়োজনে কমবেশি সবাইকে বাড়ির বাইরে বের হতে হয়। সারাদিনের রোদ-ঘাম-দূষণে ত্বকের সবথেকে বেশি ক্ষতি হয়। অনেকেই বাড়ি ফিরে ক্লান্ত হয়ে ঠিকমতো ফেসওয়াশ দিয়ে মুখও পরিষ্কার করেন না।
বর্তমান যুগ ছুটোছুটির যুগ। অফিস কাছারি থেকে স্কুল কলেজ, বাড়ি সর্বত্রই ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে হচ্ছে মানুষকে। আজ কাজের প্রয়োজনে কমবেশি সবাইকে বাড়ির বাইরে বের হতে হয়। সারাদিনের রোদ-ঘাম-দূষণে ত্বকের সবথেকে বেশি ক্ষতি হয়। অনেকেই বাড়ি ফিরে ক্লান্ত হয়ে ঠিকমতো ফেসওয়াশ দিয়ে মুখও পরিষ্কার করেন না।
advertisement
4/11
ত্বকের যত্নের বিষয় আজকাল সবাই বেশ সচেতন, নিয়ম করে ত্বকের যত্ন করেন তাঁরা। সেরাম-সানস্ক্রিনের ব্যবহার, সময়মতো ফেসিয়াল সবই থাকে ত্বকের যত্নের তালিকায়। এত কিছুর পরও যে সব সময় ত্বক পরিষ্কার থাকবে এমনটা একেবারেই নয়।
ত্বকের যত্নের বিষয় আজকাল সবাই বেশ সচেতন, নিয়ম করে ত্বকের যত্ন করেন তাঁরা। সেরাম-সানস্ক্রিনের ব্যবহার, সময়মতো ফেসিয়াল সবই থাকে ত্বকের যত্নের তালিকায়। এত কিছুর পরও যে সব সময় ত্বক পরিষ্কার থাকবে এমনটা একেবারেই নয়।
advertisement
5/11
কিন্তু সঠিক নিয়ম না মেনে ফেসিয়াল, ব্লিচ করলে ত্বক মোটেই ভাল থাকে না। এতে ত্বক নিষ্প্রাণ হয়ে যায়। ত্বকে কালো ছোপ পড়ে, ত্বকের বয়েস অনেক বেশি লাগে। তাই পুজোর আগে ফেসিয়াল না করে বাড়িতেই বানিয়ে নিন ঘরোয়া ফেসপ্যাক।
কিন্তু সঠিক নিয়ম না মেনে ফেসিয়াল, ব্লিচ করলে ত্বক মোটেই ভাল থাকে না। এতে ত্বক নিষ্প্রাণ হয়ে যায়। ত্বকে কালো ছোপ পড়ে, ত্বকের বয়েস অনেক বেশি লাগে। তাই পুজোর আগে ফেসিয়াল না করে বাড়িতেই বানিয়ে নিন ঘরোয়া ফেসপ্যাক।
advertisement
6/11
মজার বিষয় হল এই উপকরণ যা লাগবে তা আপনার ঘরেই থাকে সবসময়। ভেসলিন আর টুথপেস্ট যে ত্বকের জন্য এত ভাল হতে পারে তা ব্যবহার না করলে বুঝতেই পারবেন না।
মজার বিষয় হল এই উপকরণ যা লাগবে তা আপনার ঘরেই থাকে সবসময়। ভেসলিন আর টুথপেস্ট যে ত্বকের জন্য এত ভাল হতে পারে তা ব্যবহার না করলে বুঝতেই পারবেন না।
advertisement
7/11
এই দুই উপকরণ দিয়ে সহজেই ফেসপ্যাক বানিয়ে ফেলুন : হাত পুড়ে গেলে কিংবা ছ্যাঁকা খেলে ঘরোয়া সমাধান হিসেবে প্রথমেই আমরা পেস্ট লাগাই। এই পেস্ট লাগানোর মূল কারণ হল যাতে ফোসকা না পড়ে আর পেস্ট লাগালে একটা ঠান্ডা ভাবও থাকে। পেস্টের মধ্যে যে উপাদান থাকে তা ব্রণ, ফুসকুড়িও দূরে রাখে। আর তাই পেস্ট লাগালে মুখ থেকে প্রচুর ময়লা বেরিয়ে আসে।
এই দুই উপকরণ দিয়ে সহজেই ফেসপ্যাক বানিয়ে ফেলুন : হাত পুড়ে গেলে কিংবা ছ্যাঁকা খেলে ঘরোয়া সমাধান হিসেবে প্রথমেই আমরা পেস্ট লাগাই। এই পেস্ট লাগানোর মূল কারণ হল যাতে ফোসকা না পড়ে আর পেস্ট লাগালে একটা ঠান্ডা ভাবও থাকে। পেস্টের মধ্যে যে উপাদান থাকে তা ব্রণ, ফুসকুড়িও দূরে রাখে। আর তাই পেস্ট লাগালে মুখ থেকে প্রচুর ময়লা বেরিয়ে আসে।
advertisement
8/11
প্রথমেই একটা বাটিতে সাদা যে কোনও টুথপেস্ট খুব সামান্য নিয়ে তার মধ্যে ছোট চামচের হাফ চামচ পেট্রোলিয়াম জেলি নিতে হবে। এই দুই উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশলে একটা ক্রিম তৈরি হবে।
প্রথমেই একটা বাটিতে সাদা যে কোনও টুথপেস্ট খুব সামান্য নিয়ে তার মধ্যে ছোট চামচের হাফ চামচ পেট্রোলিয়াম জেলি নিতে হবে। এই দুই উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশলে একটা ক্রিম তৈরি হবে।
advertisement
9/11
এবার জল দিয়ে মুখ ধুয়ে নিয়ে হালকা মুছেই এই ক্রিমটা ১০-১৫ মিনিট মুখে লাগিয়ে রাখতে হবে। এবার ইষদুষ্ণ জলে সুতির তোয়ালে ভিজিয়ে মুখ মুছে ফেলতে হবে। মুখের কালো ছোপ তুলে দিতেও এই প্যাক ভাল কাজ করে।
এবার জল দিয়ে মুখ ধুয়ে নিয়ে হালকা মুছেই এই ক্রিমটা ১০-১৫ মিনিট মুখে লাগিয়ে রাখতে হবে। এবার ইষদুষ্ণ জলে সুতির তোয়ালে ভিজিয়ে মুখ মুছে ফেলতে হবে। মুখের কালো ছোপ তুলে দিতেও এই প্যাক ভাল কাজ করে।
advertisement
10/11
ভেসলিন থাকায় মুখ অনেক বেশি নরম থাকে। যে কারণে মুখে বয়সের ছাপ পড়ে না। বজায় থাকে মুখের আর্দ্রতা।
ভেসলিন থাকায় মুখ অনেক বেশি নরম থাকে। যে কারণে মুখে বয়সের ছাপ পড়ে না। বজায় থাকে মুখের আর্দ্রতা।
advertisement
11/11
হাফ চামচ নারকেল তেলের মধ্যে হাফ চামচ অ্যালোভেরা জেল ভাল করে মিশিয়ে নিতে হবে। শুকনো মুখে এই দুই এর মিশ্রণ লাগিয়ে নিতে হবে। এতে ত্বক গ্লোয়িং হবে, নরম থাকবে সঙ্গে বয়সের ছাপও একেবারে মুছে দেবে।
হাফ চামচ নারকেল তেলের মধ্যে হাফ চামচ অ্যালোভেরা জেল ভাল করে মিশিয়ে নিতে হবে। শুকনো মুখে এই দুই এর মিশ্রণ লাগিয়ে নিতে হবে। এতে ত্বক গ্লোয়িং হবে, নরম থাকবে সঙ্গে বয়সের ছাপও একেবারে মুছে দেবে।
advertisement
advertisement
advertisement