Bhadra Amavasya 2023: অর্থকষ্টে পড়েছেন? শত্রুদের ষড়যন্ত্র? আজ ভাদ্র অমাবস্যার রাতে এই কাজগুলি করলেই সমস্যা থেকে মুক্তি, জানুন জ্যোতিষীর মত

Last Updated:
Bhadra Amavasya 2023:- ভাদ্রমাসের এই অমাবস্যায় দেশের অন্যত্র পালন করা হচ্ছে পিঠোরী বা পিঠৌরী অমাবস্যা
1/7
আজ, বৃহস্পতিবার আমাদের বাংলায় পালিত হচ্ছে কৌশিকী অমাবস্যা। ভাদ্রমাসের এই অমাবস্যায় দেশের অন্যত্র পালন করা হচ্ছে পিঠোরী বা পিঠৌরী অমাবস্যা। মূলত বিবাহিত মহিলারা এই তিথি পালন করেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তাঁগের সন্তানের মঙ্গলকামনায়।
আজ, বৃহস্পতিবার আমাদের বাংলায় পালিত হচ্ছে কৌশিকী অমাবস্যা। ভাদ্রমাসের এই অমাবস্যায় দেশের অন্যত্র পালন করা হচ্ছে পিঠোরী বা পিঠৌরী অমাবস্যা। মূলত বিবাহিত মহিলারা এই তিথি পালন করেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তাঁগের সন্তানের মঙ্গলকামনায়।
advertisement
2/7
এই পুণ্যতিথিতে কোন কোন কাজ করলে মুক্তি মিলবে জীবনের বড় সঙ্কট থেকে? জানিয়েছেন জ্যোতিষী পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা।
এই পুণ্যতিথিতে কোন কোন কাজ করলে মুক্তি মিলবে জীবনের বড় সঙ্কট থেকে? জানিয়েছেন জ্যোতিষী পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা।
advertisement
3/7
পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার মতে যাঁরা অর্থকষ্টের সমস্যায় পড়েছেন, তাঁরা পিঠোরী-সহ প্রতি অমাবস্যাতেই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করুন।
পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার মতে যাঁরা অর্থকষ্টের সমস্যায় পড়েছেন, তাঁরা পিঠোরী-সহ প্রতি অমাবস্যাতেই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করুন।
advertisement
4/7
তাঁদের দেখতে হবে বাড়িতে যেন কোনও আবর্জনা পড়ে না থাকে। যথেষ্ট পরিমাণ আলোর ব্যবস্থা করতে হবে বাড়িতে। বাড়িঘরের প্রতি কোণায় পৌঁছে দিতে হবে আলোর দ্যুতিকে।
তাঁদের দেখতে হবে বাড়িতে যেন কোনও আবর্জনা পড়ে না থাকে। যথেষ্ট পরিমাণ আলোর ব্যবস্থা করতে হবে বাড়িতে। বাড়িঘরের প্রতি কোণায় পৌঁছে দিতে হবে আলোর দ্যুতিকে।
advertisement
5/7
পিতৃপুরুষের আশীর্বাদ পেতে এই তিথিতে করুন তর্পণ এবং পিতৃদান। দরিদ্রদের দান করুন বস্ত্র, অন্ন এবং অর্থ।
পিতৃপুরুষের আশীর্বাদ পেতে এই তিথিতে করুন তর্পণ এবং পিতৃদান। দরিদ্রদের দান করুন বস্ত্র, অন্ন এবং অর্থ।
advertisement
6/7
প্রচলিত বিশ্বাস, অমাবস্যা তিথিতে অশ্বত্থ গাছের নীচে প্রদীপ প্রজ্বলন করলে জীবন থেকে দূর হয় শনিদোষের প্রভাব।
প্রচলিত বিশ্বাস, অমাবস্যা তিথিতে অশ্বত্থ গাছের নীচে প্রদীপ প্রজ্বলন করলে জীবন থেকে দূর হয় শনিদোষের প্রভাব।
advertisement
7/7
 শত্রুদের থেকে বিঘ্নের আশঙ্কা ও আতঙ্ক দূর করতে এই তিথিতে সারমেয় বা অন্য কোনও গৃহপালিত পশু বা কাককে খাবার দান করুন।
শত্রুদের থেকে বিঘ্নের আশঙ্কা ও আতঙ্ক দূর করতে এই তিথিতে সারমেয় বা অন্য কোনও গৃহপালিত পশু বা কাককে খাবার দান করুন।
advertisement
advertisement
advertisement