Tourism: ত্রিপুরা রাজপ্রাসাদে এবারে থাকতে পারবেন আপনিও...! বিরাট সুযোগ সকলের জন্য, জানুন বিস্তারিত
- Published by:Shubhagata Dey
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Tourism: পুষ্পবন্ত প্যালেসে ফাইভ স্টার হেরিটেজ হোটেল গড়ে তুলতে লিজ এগ্রিমেন্ট স্বাক্ষর। ১৯১৭ সালে আগরতলার পুষ্পবন্ত প্যালেস নির্মাণ করা হয়েছিল। মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য বাহাদুর এই প্যালেস নির্মাণ করেন।
*পুষ্পবন্ত প্যালেসে ফাইভ স্টার হেরিটেজ হোটেল গড়ে তুলতে আইএইচসিএল-এর সঙ্গে লিজ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। এতে ত্রিপুরা রাজ্যে পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করা যাবে। টিআইএফটি কনফারেন্স হলে তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেল উন্নয়নের লক্ষ্যে পর্যটন দফতর ও ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড (আইএইচসিএল) এর মধ্যে লিজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*তাই আজকের দিনটি আমাদের কাছে একটি গৌরবময় দিন। আমি এজন্য আইএইচসিএল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এই প্রকল্প রূপায়ণ করতে গিয়ে আমাদের বিভিন্ন দপ্তরের আধিকারিকগণও পরিশ্রম করেছেন। আমরা এরআগে মৌ স্বাক্ষর করেছি। আর আজ লিজ এগ্রিমেন্ট সম্পন্ন হল। এর মাধ্যমে আজ থেকে কাজ শুরু হয়ে গেল। আমরা বলছি দু-বছরের মধ্যে কাজ সম্পন্ন করার। যদিও তারা বলছেন তিন বছর সময় লাগতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
*রাজ ঘরানার আদলেই হোটেলের রুমগুলি তৈরি করা হবে। কমার্শিয়াল হোটেলের মতো নয়। এধরনের একটি হোটেল গড়ে উঠবে তাই আমরা খুবই গর্ববোধ করছি। এই হোটেল তৈরির মধ্য দিয়ে রাজ্যে পর্যটন ক্ষেত্রে একটা বিরাট দরজা খুলে গেল। এই হেরিটেজ হোটেলটি তৈরি হলে টাটা গ্রুপের চেইনের মাধ্যমে বিদেশ থেকেও অনেক মানুষ চার্টার প্লেনে এখানে আসবেন। আর যারা আসবেন তারা শুধু হোটেলে থাকবেন না, রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতেও যাবেন। সংগৃহীত ছবি।
advertisement
*মুখ্যমন্ত্রী জানান, এর মাধ্যমে রাজ্য থেকে প্রায় ২০০ চাকরি সৃষ্টি করা যাবে। তবে এই কাজ সহজ ছিল না-অনেক সমস্যা ছিল, যা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করেছি। আমরা তাদের ৭.৭৮ একর জমি দিয়েছি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন দফতরের সচিব উত্তম কুমার চাকমা, পূর্ত দফতরের সচিব কিরণ গিত্যে, সচিব পি কে চক্রবর্তী সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। সংগৃহীত ছবি।