খাদ্যাভাস ও জীবনযাপনের জন্যই ভারতীয়দের মধ্যে ক্রমেই ডায়বেটিসের (Diabetes)প্রবণতা বাড়তে শুরু করেছে ৷ প্রতীকী ছবি ৷
2/ 10
কোনও ব্যক্তির একবার মধুমেহ হলে তারপর আর সেখান থেকে নিস্তার পাওয়ার কোও রাস্তাই নেই ৷ রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ (Blood Sugar Level) করাটা অত্যন্ত চাপের হয়ে দাঁড়ায় ৷ প্রতীকী ছবি ৷
3/ 10
এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে সব থেকে বড় ওষুধ এটাই এই সমস্ত খাবার যেন না খাওয়া হয় ৷ প্রতীকী ছবি ৷
4/ 10
ভারতে টাইপ টু ডায়বেটিসের (Type 2 Diabetes) রোগীর সংখ্যা সব থেকে বেশি, এরফলে ক্রমেই বাড়তে থাকে হাইপারটেনশন (Hypertension), অতিরিক্ত মাত্রায় মেদ একই সঙ্গে ক্ষতিকারক জীবনযাপন পদ্ধতি ৷ প্রতীকী ছবি ৷
5/ 10
ফলত শরীরে কম পরিমাণে ইনস্যুলিন প্রস্তুত হয় ৷ শরীরকে সুস্থ রাখতে গলে লাইফস্টাইলের উপরে বিশেষ ভাবে নজর দিতে হবে ৷ আরও ভাল নজর দিতে হবে খাওয়া দাওয়ার উপরে ৷ প্রতীকী ছবি ৷
ডায়বেটিসের রোগীর জন্য এই ৭টি খাবার বিষের সমান ৷ যেমন ফুল ফ্যাট দুগ্ধজাত খাবার (খাবার, ফ্যাট মিল্ক, পনির), মিষ্টি জাতীয় খাবারের মধ্যি (কুকিজ, ক্যান্ডিজ, মিষ্টি, আইসক্রিম) ৷ প্রতীকী ছবি ৷
8/ 10
টাইপ ২ ডায়বেটিস যাঁদের আছে তাঁদের এমন কিছু খাবার খেতে হয় তাঁদের ৷ তাঁদের ভিটামিন, খনিজ, তন্তু জাতীয় খাবার খাওয়াটা অত্যন্ত জরুরি ৷ একই সঙ্গে যেই খাবার অত্যন্ত পরিমাণে স্বাস্থ্যসম্মত সেই খাবারই খাওয়া ভাল ৷ প্রতীকী ছবি ৷
9/ 10
ফলের মধ্যে কমলালেবু, আপেলখাওয়া যেতে পারে, সব্জির মধ্যে ফুলকপি, পালং শাক, ব্রোকলি, ওটস, ব্রাউন রাইস, ডাল, বিনস, ছোলা, আখরোট পেস্টবাদাম, কাজু, কুমড়োর বীজ, দুধ ছাড়া কফি, চা ও সব্জি দিয়ে স্যুপ ৷প্রতীকী ছবি ৷
10/ 10
Disclaimer: এইগুলি শুধুই তথ্য, খাদ্যভাস গ্রহণ ও বর্জনের জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে হবেই সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷